নারকেলি মুগ পালং

Anita Nandi
Anita Nandi @cook_16316977

সবুজ সব্জির রেসিপি

নারকেলি মুগ পালং

সবুজ সব্জির রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ১ আঁটি পালং শাক
  2. ২ টেবিল চামচ সর্ষের তেল
  3. ১/২ চা চামচ গোটা সরষে
  4. ১ টা মাঝারি পেয়াঁজ কুচি
  5. ১ টা মাঝারি টমেটো কুচি
  6. ৪ টে কাঁচা লঙ্কা কুচি
  7. ৩ টেবিল চামচ মুগ ডাল
  8. ১/২ কাপ নারকেল কোরা
  9. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  10. স্বাদ মতনুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মুগ ডাল সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    কড়াই এ গরম করে গোটা সরষে ফরণ দিতে হবে।

  3. 3

    তারপর পেয়াজ কুচি দিয়ে ২ মিনিট নাড়াচাড়া করে টমেটো কুচি দিতে হবে।

  4. 4

    পালং শাক কুচিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর টমেটো আর পেয়াজের সাথে পালং শাক দিয়ে দিতে হবে।

  6. 6

    কাঁচালঙ্কা কুচি,হলুদ, নুন,চিনি দিতে হবে।

  7. 7

    একটু নাড়াচাড়া করার পর সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।

  8. 8

    তারপর ৩-৪ মিনিট রান্না করার ঢাকনা খুলে নারকেল কোরা দিতে হবে।

  9. 9

    ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anita Nandi
Anita Nandi @cook_16316977

Similar Recipes