ধোকার ডালনা

Aankhi Dutta
Aankhi Dutta @cook_17032977
Maithan
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2 কাপছোলার ডাল
  2. 6 বড় চামচশুকনো নারকেল/ ড্রাই কোকোনাট
  3. 2 টেবিল চামচরোস্টেড/ভাজা বাদাম
  4. 2 চা চামচআদাবাটা
  5. 2চা চামচকাঁচা লঙ্কা কুচি
  6. 1 চা চামচময়দা
  7. 2 টি মাঝারি কুচানো আলু
  8. স্বাদমতোনুন ও চিনি
  9. প্রয়োজন অনুযায়ী সাদাতেল (ভাজবার জন্য ও রান্নার জন্য)
  10. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  11. ১ চা চামচজিরে গুঁড়ো
  12. 1/2 চামচহিং
  13. 2 টিশুকনো লঙ্কা
  14. 1 টিতেজপাতা
  15. 1চা চামচগোটা জিরে
  16. 1চা চামচধনেগুড়ো
  17. 1চা চামচকাশ্মীরি লংকা গুড়ো
  18. 1চা চামচগরম মশলা গুড়ো
  19. 2 টিগোটা কাঁচা লঙ্কা
  20. 1 টিটমেটো কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ডাল ভিজিয়ে রাখুন 6-7 ঘন্টার জন্য । ওরপর জল ঝরিয়ে মিক্সি তে কাঁচা লঙ্কা কুচি, নুন, চিনি ও সামান্য জল দিয়ে পেস্ট করে নিন।

  2. 2

    এবার কড়াতে তেল গরম করে তাতে ড্রাই কোকোনাট দিয়ে 30 সেকেন্ড মত নাড়াচাড়া করে ডালের পেস্ট দিয়ে নেড়ে তাতে 1 চামচ করে হলুদ গুড়ো জিরেগুড়ো ও হিং ও গুড়ো বাদাম দিন । ডাল যখন লেগে আসবে তখন নামান।

  3. 3

    এবার কিচেন ফ্লোরে তেল ব্রাশ করে গরম থাকতে থাকতেই ডাল টাকে চারকোনা বরফি আকারে কেটে নিন। এবার একটা বাটিতে ময়দার সাথে সামান্য জল দিয়ে গুলে হাতে একটু করে নিয়ে বরফির চারপাশে লাগিয়ে সাথে সাথে ডুবো তেলে ভাজুন ।

  4. 4

    আবার তেল গরম করে তাতে সমস্ত ফোড়ণ দিয়ে আলু দিয়ে ভাজুন । বাকি ড্রাই কোকোনাট দিন । বাটিতে আদাবাটা ও সব গুড়ো মশলা আর জল দিয়ে পেস্ট বানিয়ে দিয়ে দিন। নুন,চিনি,টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে কষে জল দিন। ফুটে উঠলে ধনেপাতা কুচি গরম মশলা গুড়ো দিয়ে ধোকার ওপর ঢেলে দিন ।

  5. 5

    ধোঁকার ডালনা তৈরি ।রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aankhi Dutta
Aankhi Dutta @cook_17032977
Maithan
cooking z my hobby !! I love cooking! ! 🍷🍰
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes