নারকেলের দুধ দিয়ে আনারসের তরকারি

Sabrina Yasmin
Sabrina Yasmin @barak_kitchen
Riyadh

#চটজলদি_রেসিপি
#গল্প_কথায়_রান্নাবান্নায়_জমে_উঠুক_আড্ডাটা
আনারস আমাদের সবারই খুব প্রিয় একটি ফল। আনারসের টক মিষ্টি স্বাদ এর জন্য এটিকে অনেক রেসিপি তে ব্যবহার করতে আমার ভালো লাগে।আজকে শেয়ার করছি নারকেলের দুধ দিয়ে বানানো আনারসের একটি চটজলদি, স্বাস্থ্যকর ও স্বাদের রেসিপি।বানিয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে।

নারকেলের দুধ দিয়ে আনারসের তরকারি

#চটজলদি_রেসিপি
#গল্প_কথায়_রান্নাবান্নায়_জমে_উঠুক_আড্ডাটা
আনারস আমাদের সবারই খুব প্রিয় একটি ফল। আনারসের টক মিষ্টি স্বাদ এর জন্য এটিকে অনেক রেসিপি তে ব্যবহার করতে আমার ভালো লাগে।আজকে শেয়ার করছি নারকেলের দুধ দিয়ে বানানো আনারসের একটি চটজলদি, স্বাস্থ্যকর ও স্বাদের রেসিপি।বানিয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
4 servings
  1. 2কাপ আনারসের টুকরো ছোট করে কাটা
  2. 1কাপ লাল ক্যাপসিকাম ছোট করে কাটা
  3. 1টি ছোট পেঁয়াজ কুঁচি করে কাটা
  4. 2কোয়া রসুন থেঁতো করা
  5. 2টি লাল অথবা সবুজ কাঁচা লঙ্কা টুকরো করে কাটা
  6. নুন পরিমান মতো
  7. 4-5টি কারী পাতা
  8. 1টেবিল চামচ সাদা তেল
  9. ধনেপাতা গারনিস এর জন্য

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    আনারস, ক্যাপসিকাম, পেঁয়াজ,রসুন ও কাঁচালঙ্কা কেটে নিন।

  2. 2

    নারকেলের দুধ তৈরী রাখুন। আমি ক্যান এর নারকেলের দুধ ব্যবহার করেছি।

  3. 3

    একটি প্যান এ 1 টেবিল চামচ তেল গরম করে কারীপাতা ফোরণ দিন।

  4. 4

    পেঁয়াজ দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে রসুন থেঁতো ও কাঁচালঙ্কা দিয়ে দিন।

  5. 5

    রসুনের কাঁচা গন্ধ চলে গেলে(লাল করবেন না) আনারস ও ক্যাপসিকাম দিয়ে দিন।

  6. 6

    3-4 মিনিট সাতলে নিন। লাল ক্যাপসিকাম এর বদলে সবুজ ক্যাপসিকাম ও দিতে পারেন।

  7. 7

    পরিমান মতো নুন দিয়ে নাড়াচাড়া করে আঁচ একটু কমিয়ে নারকেলের দুধ দিয়ে দিন।

  8. 8

    কম আঁচে ফুটতে দিন।

  9. 9

    ফুটে উঠলে আরও 3-4 মিনিট রান্না করুন যাতে গ্রেভি একটু ঘন হয়।

  10. 10

    গ্রেভি একটু ঘন হয়ে এলে উপর থেকে ধনেপাতা কুঁচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন।

  11. 11

    গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sabrina Yasmin
Sabrina Yasmin @barak_kitchen
Riyadh
I am an Indian home maker living in Saudi Arabia with my husband and two kids.Cooking is my passion and I am super foodie in nature.
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes