ডিম  কুমড়ো

Pousali Mukherjee
Pousali Mukherjee @cook_16727365
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জনের
  1. ৫০০ গ্ৰাম কূমড়ো
  2. ৩ টা ডিম
  3. ২ টো বড়ো মাপের পেঁয়াজ কুচি
  4. ৭ কোয়া রসুন
  5. ১ টা ছোট আদা
  6. স্বাদমতো নুন
  7. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  8. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল
  9. ১ টা বড়ো টমেটো
  10. ৩ টা কাঁচালঙ্কা
  11. ১/২ চা চামচ গোটা জিরে
  12. ১চা চামচ চিনি
  13. ১/২ চা চামচ গরম মশলার গুড়ো
  14. ১ টা শুকনো লঙ্কা
  15. ১ টা তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে কুমড়ো কে ডুমো ডুমো করে কেটে নেবো ।

  2. 2

    তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে তেজপাতা, শুকনো লঙ্কা ফোঁড়ন দেবো ।

  3. 3

    ফোড়ন ভাজা হবার পর পেয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা দেবো আর টমেটো কুচি দিয়ে সব ভালো করে কষিয়ে নেবো ।

  4. 4

    কষানো হয় যাবার পর ডুমো করে কাটা কুমড়ো টাকে দিয়ে দেবো আর ভালো করে কষাবো ।

  5. 5

    ভালো করে কষে যাবার পর ডিম টাকে ফেটিয়ে দেবো আর গরম মশলা দেবো ।

  6. 6

    তারপর আমাদের খেয়াল রাখতে হবে যাতে ডিমের কাচা গন্ধ টা যেন চলে যায় । কাচা গন্ধ টা চলে যাবার পর ডিম কুমড়ো আমার তৈরি হয়ে যাবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pousali Mukherjee
Pousali Mukherjee @cook_16727365

মন্তব্যগুলি

Similar Recipes