ডিম লাউ

Tanusree Tanusree
Tanusree Tanusree @cook_16501010
Amtala

# এগ রেসিপি
এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে । পুরানো একটি রান্না ।

ডিম লাউ

# এগ রেসিপি
এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে । পুরানো একটি রান্না ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ জন
  1. ২ টো ডিম
  2. ২ টো আলু ছোট টুকরো করে কাটা
  3. ২৫০ গ্রাম লাউ টুকরো করে কাটা
  4. ১ চা চামচ কালো জিরে
  5. ২-৩ টি তেজপাতা
  6. ১ টা গোটা পিয়াজ কুচি
  7. ১ চা চামচ আদা বাটা
  8. ১ চা চামচ রসুন বাটা
  9. ১ চা চামচ করে লঙ্কা - হলুদ - জিরে গুঁড়ো -চিনি
  10. স্বাদ মত নুন
  11. পরিমাণ অনুযায়ী সর্ষের তেল ও জল
  12. ১/২ চা চামচ গরম মশলার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াতে তেল গরম করে ডিম ভেঙে
    নুন দিয়ে ভেজে নিতে হবে ঝুরি করে ।

  2. 2

    এরপর আরো তেল গরম করে ওর মধ্যে তেজপাতা কালো জিরে পিয়াজ কুচি দিয়ে হালকা ভাজা হলে টুকরো করে কাটা আলু দিয়ে নাড়াচাড়া করতে হবে ।

  3. 3

    তারপর ওর মধ্যে লাউ টুকরো ও নুন দিয়ে মিশিয়ে নিতে হবে ।

  4. 4

    এরপরে একটা বাটিতে আদা - রসুন বাটা হলুদ - লঙ্কা - জিরে গুঁড়ো চিনি দিয়ে জল দিয়ে মিশিয়ে নিতে হবে । মিশ্রণ টা লাউ এর মধ্যে দিয়ে কষাতে হবে ।

  5. 5

    কষানো হয়ে গেলে জল দিয়ে ডেকে দিতে হবে। তারপর ফুটে উঠলে ঢাকা খুলে ভেজে রাখা ডিমের ঝুরি দিয়ে ভালোভাবে মিশিয়ে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামাতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tanusree Tanusree
Tanusree Tanusree @cook_16501010
Amtala

মন্তব্যগুলি

Similar Recipes