নারকেলের সাদা নাড়ু

Mithai Choudhury Roy
Mithai Choudhury Roy @cook_15770233
Kalyani

বাঙালিদের বারোমাসে তেরো পার্বন , তাই ঘরে ঘরে উৎসব তো লেগেই থাকে। আর এই উৎসবের প্রধান এবং সর্বপ্রথম উপাদান হল নারু , নারকেলের নাড়ু ।

নারকেলের সাদা নাড়ু

বাঙালিদের বারোমাসে তেরো পার্বন , তাই ঘরে ঘরে উৎসব তো লেগেই থাকে। আর এই উৎসবের প্রধান এবং সর্বপ্রথম উপাদান হল নারু , নারকেলের নাড়ু ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪0 মিনিট
১০  জন
  1. ৩ টে ছোটো নারকেল কোরা
  2. ৩০০ গ্রাম চিনি
  3. ৪ টে এলাচিগুঁড়া
  4. ১ কাপ ঘন করে জ্বালানো দুধ

রান্নার নির্দেশ সমূহ

৪0 মিনিট
  1. 1

    নারকেলগুলো এমনভাবে কোরাতে হবে যাতে কালো অংশ উঠে না আসে । আমি এতোটা নারকেল কোরা নিয়েছি ।

  2. 2

    এবার নারকেলটা একটু আধাভাঙা করে ঘুরিয়ে নিয়েছি । এতে নাড়ু দেখতে ভালো হবে আর ভালো হবে ।তারপরে কড়াইতে নারকেল চিনি আর ঘন দুধ দিয়ে ভালোভাবে চটকে ১৫ মিনিট রেখে দিলাম।

  3. 3

    এবার উনোনে কড়াই বসিয়ে প্রথমে জর আঁচে ৬-৭ মিনিট মতো নেড়ে তারপর পুরো নাড়ুর পাক আসা পর্যন্ত একদম কম আচে ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে তলা না ধরে যায় ।আর এসময় এলাচ গুঁড়ো টা দিয়ে দিতে হবে । এতে নাড়ুতে ভালো গন্ধ আসবে ।

  4. 4

    আামর নাড়ুটা পুরো পাক আসা অবধি ৪০ মিনিট সময় লেগেছে । তবে শেষের দিকে কড়াইয়ে সামান্য লালচে ভাব ধরালে নাড়ুতে একটা ভালো ফ্লেভার আসে আর স্বাদ ও বাড়ে ।

  5. 5

    এবার নাড়ুতে পাক এসে গেছে, কড়াই নামিয়ে নারকেলের খানিকটা একটা আলাদা বাটিতে নিয়ে একটা গোল হাতা দিয়ে ঘষে নাড়ুর মাপ মতো হাতে নিয়ে গোল আকার দিলেই নাড়ু তৈরি ।

  6. 6

    এইভাবে সবকটা নাড়ু বানিয়ে নিলাম ।

  7. 7

    এবার ইচ্ছে মতো পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mithai Choudhury Roy
Mithai Choudhury Roy @cook_15770233
Kalyani
Love to cook and clickMy Insta ac @mithai.roy
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes