ফ্রুট টার্ট অরেঞ্জ ক্রিম ফিলিং

Namita Roy
Namita Roy @cook_17349224

ফ্রুট টার্ট অরেঞ্জ ক্রিম ফিলিং

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা 30 মিনিট
পাঁচ জনের জন্য
  1. 100 গ্রামময়দা
  2. 60 গ্রামবাটার /মাখন
  3. 1 চিমটিলবণ পিঞ্চ
  4. 2 টেবিল চামচআমান্ড গুঁড়ো
  5. 3টেডিম
  6. 1 কাপ 3 টেবিল চামচচিনি
  7. 3 কাপ 2 টেবিল চামচদুধ
  8. 1টিঅরেঞ্জ /কমলালেবু
  9. 1 টেবিল চামচকাস্টার্ড পাউডার
  10. পরিমাণমতোভ্যানিলা এসেন্স
  11. প্রয়োজন মতবিভিন্ন ধরনের ফল
  12. পরিমাণ মতোক্রিম

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা 30 মিনিট
  1. 1

    প্রথমে টার্ট তৈরি করব। তার জন্য লাগবে একটি মিক্সার মেশিনে ময়দা, বাটার লবণ, চিনি, আমন্ড গুঁড়ো, ভ্যানিলা এসেন্স, দুধ,ভালো করে মিক্স করতে হবে। মিক্সিং হয়ে গেলে মিশ্রন থেকে বার করে ময়দা ছড়িয়ে ভাল করে মেখে নিতে হবে তারপর সেটা ক্লিং র‍্যাপে ভালো করে মুড়ে নিয়ে সেটাকে বেলে নিয়ে ফ্রিজে রাখতে হবে 30 মিনিট।

  2. 2

    ততক্ষণ ফিলিং টা তৈরি করে নিতে হবে। কড়াইয়ে দুধ অরেঞ্জের চোকলা ছাড়িয়ে ওর মধ্যে দিতে হবে। এবং গ্যাস ফুটতে দিতে হবে। অন্য একটি বলে তিনটি ডিম ও এক কাপ চিনি ভালো করে মেশাতে হবে মিশিয়ে নিয়ে ওর মধ্যে একটি কমলা লেবুর রস পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স ও কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প পরিমাণে ক্রিম দিতে হবে।

  3. 3

    গ্যাসের যে দুধ ফুটছে সেই দুধ থেকে কমলালেবুর চোকলা ফেলে দিয়ে। সেটাকে ডিমের মিক্সিং বলে আস্তে আস্তে ঢেলে নাড়তে হবে। একটি প্যান এর মধ্যে ঢেলে গ্যাসের উপর বসাতে হবে ক্রমাগত নাড়তে হবে। ঘন হয়ে এলে একটি কাচের বাটির মধ্যে ঢালতে হবে।ঠান্ডা হয়ে গেলে ক্লিন রেপ ঢাকা দিয়ে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট।

  4. 4

    প্রয়োজন মতো ফল সুন্দর করে কেটে নিতে হবে।

  5. 5

    ফ্রিজ থেকে টার্ট বার করে নিয়ে । মাঝখানে ফাঁক দিয়ে গেঁথে নিতে হবে। আবার 10 মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে।

  6. 6

    ফ্রিজ থেকে টার্ট বার করে উপরে বাটার পেপার দিয়ে তার ওপরে রাজমা দিয়ে 10 মিনিট বেক করতে হবে। তারপর টার্ট টাকে বার করে নিয়ে বাটার পেপারসহ রাজমা বার করে আবার 15 মিনিট বেক করতে হবে। এভাবেই করতে হবে টার্ট তৈরি। দেখতে একটু হালকা বাদামি কালার হবে।

  7. 7

    সেই টাট এরমধ্যে ফ্রিজ থেকে বার করা অরেঞ্জ ডিমের ফিলিং পাইপিং ব্যাগে ভরে গোল গোল করে সুন্দর করে ফিল করতে হবে। তারপর সমান করতে হবে। সুন্দর করে ফল দিয়ে সাজিয়ে গার্নিশ করতে হবে। তারপর ফ্রিজে ঢুকিয়ে রাখতে। প্রয়োজন মতো বার করে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Namita Roy
Namita Roy @cook_17349224

Similar Recipes