রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩-৪জন
  1. ১৫০ গ্রাম কোরানো আনারস
  2. ১ কাপ চিনি (আনারসের স্বাদের উপর নির্ভর করছে)
  3. ২-৩ চা চামচ কুচোনো কিসমিস
  4. ১-২ চা চামচ কুচোনো কাজু বাদাম
  5. ১ চা চামচ পাতি লেবুর রস
  6. ১টা শুকনো লঙ্কা হাল্কা ভেজে গুঁড়ো করা

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    আনারস টা কে প্রথমে চামচ দিয়ে কুড়িয়ে ওর থেকে মণ্ডটা আলাদা করে বার করে নিতে হবে।

  2. 2

    এর পর একটা পাত্র নিয়ে তাতে প্রথমে কোরানো আনারস টা দিয়ে দিলাম।

  3. 3

    এবার জোর আঁচে জ্বাল দিতে হবে যতক্ষণ না রস টা ঘন হচ্ছে।

  4. 4

    এখন চিনি দিয়ে দিলাম। এখানে আমি ১ কাপ চিনি ব্যবহার করেছি। নিজের নিজের স্বাদ মতো আর আনারসের স্বাদের উপর নির্ভর করে এখানে মিষ্টি টা ব্যাবহার করতে হবে।

  5. 5

    এবার ১টা গুঁড়ো করা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কা টা চাটনি তে সামান্য ঝাঁঝ ভাব আনবে যেটা মিষ্টি চাটনি তে টক-ঝাল -মিষ্টি র স্বাদ টা বজায় রাখবে আর রঙ টাও সুন্দর করে।তবে কেউ যদি ঝাল পছন্দ না করেন তো এই ধাপ টা সম্পুর্ণ ভাবে এড়িয়ে যেতে পারেন।

  6. 6

    এর পর চাটনি টা ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ না চিনি টা পুরোপুরি গলে যাচ্ছে আর সাথে চাটনি টা কে ঘন করছে।

  7. 7

    রস টা ঘন হলে কুচোনো ড্রাই ফ্রুট দিয়ে দিলাম আর আরও ২-৩ মিনিট কম আঁচে আরও একটু ঘন করে নিলাম।এই ধাপটাও পুরোপুরি ঐচ্ছিক,, ভাল না লাগলে
    যোগ করার দরকার নেই।

  8. 8

    চাটনি মোটামুটি ঘন হয়ে এলে ১ চামচ পাতিলেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে ১-২ মিনিট পর গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করুন।

  9. 9

    এভাবে আনারসের চাটনি বানিয়ে ফ্রিজে রেখে প্রায় ৬-৭ দিন রেখে ব্যাবহার করতে পারবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Raka Bhattacharjee
Raka Bhattacharjee @cook_16729342
Hyderabad
My Facebook Page Link below👇https://www.facebook.com/RakaBhattacharji/
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes