পুর ভরা নারকেলের মিষ্টি (pur bhora narkeler misti recipe in Bengali)

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

#দিওয়ালি রেসিপি

পুর ভরা নারকেলের মিষ্টি (pur bhora narkeler misti recipe in Bengali)

#দিওয়ালি রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপনারকেল
  2. 1 কাপদুধ
  3. 1/2 কাপচিনি
  4. 1/2 কাপগুঁড়ো দুধ
  5. 4টে এলাচ
  6. 2টেবিল চামচ ঘি
  7. 1/2 কাপজল
  8. 8টা ছোয়ারা
  9. 10টা কাজুবাদাম
  10. 2টেবিল চামচ কনডেন্সড মিল্ক
  11. 2টেবিল চামচ পিনাট বাটার
  12. 2টেবিল চামচ গুঁড়ো দুধ
  13. 1/2 কাপভাজা ছোলা, কাজুবাদাম, পেস্তা
  14. 1টেবিল চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    নারকেল ছুরি দিয়ে পিস পিস করে কেটে কালো অংশ বাদ দিয়ে মিক্সি তে অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে ।

  2. 2

    ওভেনে কড়াই বসিয়ে লিকুইড দুধ 2 মিনিট ফুটিয়ে নারকেল পেস্ট ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  3. 3

    ঘি দিয়ে ও এলাচ দানা দিয়ে 8-10 মিনিট অনবরত নাড়তে হবে ।

  4. 4

    নারকেলের দুধ শুকিয়ে এলে গুঁড়ো দুধ অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  5. 5

    আরও 4- 5 মিনিট লো ফ্লেমে নাড়লে একটা ডো এর আকার তৈরি হবে ।প্রয়োজনে এই সময় অল্প ঘি দেওয়া যেতে পারে ।

  6. 6

    ডো যেন খুব শক্ত ও খুব নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।ডো তৈরি হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নিতে হবে ।

  7. 7

    ছোয়ারা গুলো বিচ ফেলে ছোট ছোট টুকরো করে নিতে হবে ।কাজুবাদাম ও ছোয়ারা মিক্সি তে আলাদা করে পেস্ট করে নিতে হবে ।

  8. 8

    একটা পাত্রে কাজুবাদাম ও ছোয়ারা র পেস্ট, কনডেন্সড মিল্ক, পিনাট বাটার, গুঁড়ো দুধ সব একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে ।

  9. 9

    ছোয়ারা ও কাজুবাদামের মিশ্রণ থেকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিতে হবে ।

  10. 10

    নারকেলের ডো থেকে বেশ খানিকটা নিয়ে হাতে দিয়ে পাতিয়ে তার মধ্যে তৈরি করা একটা বল দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে ।এই ভাবে সব গুলো তৈরী করে নিতে হবে ।

  11. 11

    ভাজা ছোলা, কাজুবাদাম, পেস্তা ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে লো ফ্লেমে 2 মিনিট নেড়ে নিতে হবে ।

  12. 12

    ভাজা ছোলা, কাজুবাদাম, পেস্তা ও চিনি একসঙ্গে মিক্সি তে পেস্ট করে নিতে হবে ।

  13. 13

    এবার ইচ্ছা মতো সেপে মিষ্টি তৈরী করে নিতে হবে । উপরে ছোলা, কাজুবাদাম, পেস্তা, চিনি র গুঁড়ো লাগিয়ে দিতে হবে ।

  14. 14

    আমি তিন রকম সেপে মিষ্টি তৈরি করেছি।পুরো গ্যাসে রান্না র কাজটা মিডিয়াম ও লো ফ্লেমে করতে হবে ।সম্পূর্ণ আমার নিজ ভাবনা থেকে তৈরি করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

মন্তব্যগুলি

Similar Recipes