ভাতের রসগোল্লা

Reshmi Deb
Reshmi Deb @cook_17255099
শিলিগুড়ি

#ইবুক রেসিপি নং 15
# প্রিয় চালের রেসিপি
#Teamtrees 4
খুব সহজেই বাড়িতে বানানো যায় বেঁচে যাওয়া ভাত দিয়ে অসাধারণ নরম রসগোল্লা.

ভাতের রসগোল্লা

#ইবুক রেসিপি নং 15
# প্রিয় চালের রেসিপি
#Teamtrees 4
খুব সহজেই বাড়িতে বানানো যায় বেঁচে যাওয়া ভাত দিয়ে অসাধারণ নরম রসগোল্লা.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-35 মিনিট
7-8 সারভিংস
  1. 1 বড়ো বাটি ঝরঝরে ভাত
  2. 1 চা চামচ ময়দা
  3. 2-3 চা চামচ গুঁড়ো দুধ
  4. 2 চা চামচ ঘী
  5. 2 কাপনকুলদানা
  6. 2 কাপজল
  7. 1 চা চামচ এলাচ গুঁড়ো
  8. 1/4 চা চামচ নুন

রান্নার নির্দেশ সমূহ

30-35 মিনিট
  1. 1

    প্রথমে একবাটি ভাতে সামান্য নুন দিয়ে মিক্সি তে পেস্ট বানিয়ে নিয়েছি. পেস্ট বানানোর সময় সামান্য জলের ছিটা দিয়ে নিয়েছি.

  2. 2

    ভাতের পেস্ট এ এক চা চামচ ময়দা ও 3 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি. একটি ফ্রাই প্যানে ঘী দিয়ে এই চালের পেস্ট এর মন্ড টা এর মধ্যে দিয়েছি.

  3. 3

    স্প্যাটুলা দিয়ে কম আঁচে প্রায় 10 মিনিট এই চালের মন্ড টা নাড়াতে হবে যাতে এই মন্ডটি থেকে জল টেনে আসে এবং মন্ডটি নরম হয়ে আসে. অন্য একটি পাত্রে বাড়িতে পড়ে থাকা 2 কাপ নকুলদানা ও 2 কাপ জল দিয়ে রস বা সিরা তৈরী করে নিয়েছি এবং এতে সামান্য এলাচি গুঁড়ো দিয়েছি.

  4. 4

    ফ্রাই প্যান থেকে ভাতের পেস্ট এর মন্ডটি নামিয়ে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি এবং ফুটে ওঠা চিনির রসে বল গুলো দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে গ্যাস ওভেন বন্ধ করে 1 ঘন্টা ঢেকে রেখেছি. রসগোল্লা গুলো ফুলে উঠলে নামিয়ে পরিবেশন করেছি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Reshmi Deb
Reshmi Deb @cook_17255099
শিলিগুড়ি
টিচার, রান্না আমার passion
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes