রসগোল্লা

Jayati Banerjee
Jayati Banerjee @cook_16195885

#দুধ_দিয়ে_তৈরী_রেসিপি
রিসোগোল্লার সাথে বাঙালির প্রেম চিরকালীন ! তবে এই অতিপ্রিয় মিষ্টিটি বাড়িতে বানাতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন ! কখনো শক্ত হয়ে যায় আবার কখনো ভেতরে রস ঢোকেনা l আমি মিষ্টিটি বেশ কয়েকবার বানিয়েছি এবং আমারটা খুব নরম হয় আর ভেতরে রসও ঢোকে l এই রেসিপিটিই আজ শেয়ার করবো l

রসগোল্লা

#দুধ_দিয়ে_তৈরী_রেসিপি
রিসোগোল্লার সাথে বাঙালির প্রেম চিরকালীন ! তবে এই অতিপ্রিয় মিষ্টিটি বাড়িতে বানাতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন ! কখনো শক্ত হয়ে যায় আবার কখনো ভেতরে রস ঢোকেনা l আমি মিষ্টিটি বেশ কয়েকবার বানিয়েছি এবং আমারটা খুব নরম হয় আর ভেতরে রসও ঢোকে l এই রেসিপিটিই আজ শেয়ার করবো l

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4/5 জনের জন্য
  1. 1.5 লিফুল ক্রিম দুধ
  2. 2 টো লেবুর রস হাফ চা চামচ জল মেশানো
  3. 1/2 টেবিল চামচময়দা
  4. 1/2 টেবিল চামচগুঁড়ো করা চিনি
  5. 11/12 টিনকুলদানা
  6. 3 কাপজল
  7. 2 টিএলাচ গুঁড়ো করা ( ঐচ্ছিক)
  8. 2 ফোঁটাগোলাপজল ( ঐচ্ছিক)
  9. 1 কাপচিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    দুধ গ্যাসে বসিয়ে ফোটাবো l ফুটে গেলে 2 মিনিট রেখে দেবো l

  2. 2

    একটা বাটিতে লেবুর রস ও জল মিশিয়ে রাখবো l দুধে অল্প করে ওই মিশ্রণ দেবো ও কাঠের হাতা দিয়ে নাড়বো l যখনি ছানা কেটে সবজে জল বেরোবে আর রস দেবোনা l

  3. 3

    খুব তাড়াতাড়ি একটা ছাঁকনি তে বিছোনো সুতির কাপড়ে ওই কাটা দুধটা নিয়ে ভালো করে ছাকবো l এরপর ট্যাপের জলে ওই ছানা বেশ কবার ভালো করে ধোবো l তারপর ওই কাপড়ে পুটুলি বেঁধে ট্যাপ এ ঝুলিয়ে রাখবো 1 ঘন্টা

  4. 4

    তারপর পুটলিটা হাতের চাপে নিংড়ে জল বের করবো l ঐ ছানা একটা বড় থালায় নিয়ে ময়দা ও গুঁড়ো চিনি মিশিয়ে হাতের তালু দিয়ে ডলে ডলে মাখবো 20/25 মিনিট

  5. 5

    এরপর এর থেকে ছোট ছোট বল গড়ে নেবো l প্রত্যেকটা বলের মধ্যে একটা করে নকুলদানা পুড়বো ও বলগুলোকে ওই সুতির কাপড় জলে ভিজিয়ে ঢেকে রাখবো l

  6. 6

    এবার একটা বড় পাত্রে জল ও চিনি ফুটিয়ে চিনি গলাবো কিন্তু ঘন করবোনা l এতে এলাচ গুঁড়ো ও গোলাপজল দেবো l

  7. 7

    এতে বলগুলো ফেলে ঢাকা দিয়ে 10 মিনিট ফোটাবো এর মধ্যে ঢাকনা তোলা যাবেনা

  8. 8

    10 মিনিট পর ঢাকনা তুলে দেখবো রসগোল্লা অনেক বড় হয়ে গেছে l একটি গ্লাসে জল নিয়ে তাতে একটা রসগোল্লা ফেললে যদি ডুবে যায় তাহলে হয়ে গেছে নাহলে আরও 5 মিনিট ফোটাবো l

  9. 9

    এরপর ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে 5/6 ঘন্টা রেখে তারপর পরিবেশন করবো ঘরের তৈরী খাঁটি রসগোল্লা l

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayati Banerjee
Jayati Banerjee @cook_16195885

মন্তব্যগুলি

Similar Recipes