শেয়ার

উপকরণ

30 - 35 মিনিট
4 জন
  1. 250 গ্রামচিংড়ি মাছ
  2. 7 - 8 টাশিম
  3. 2 টোমুলো
  4. 1 টাবেগুন
  5. 5 - 6 টাবরবটি
  6. 1 টাআলু
  7. 1 টাটমেটো কেটে নেওয়া
  8. 1 টাপেঁয়াজ কুচি করা
  9. স্বাদ মতনুন
  10. 1 চা চামচহলুদ
  11. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  12. 2 টোকাঁচা লঙ্কা চেরা
  13. 1 চা চামচআদা রসুন বাটা
  14. 3 টেবিল চামচসর্ষের তেল
  15. 2 টেবিল চামচধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

30 - 35 মিনিট
  1. 1

    প্রথমে সব সব্জি গুলো কেটে ধুয়ে নিলাম।

  2. 2

    এবার চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়ায় তেল দিয়ে চিংড়ি মাছ গুলো হাল্কা ভেজে তুলে নিলাম।

  3. 3

    এবার ঐ তেলেই পেঁয়াজ কুচি আর কাঁচালঙ্কা চেরা দিয়ে একটু ভেজে নিয়ে ওতে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কষালাম।

  4. 4

    এবার ওতে বেগুন আর টমেটো ছাড়া সব সব্জি দিয়ে কষালাম।

  5. 5

    বেশ কিছুক্ষন কষানোর পর বেগুন দিয়ে একটু কষিয়ে চিংড়ি মাছ দিলাম

  6. 6

    এবার একটু কষিয়ে 1 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করলাম আর মাঝে মাঝে নেড়ে দিলাম।

  7. 7

    এবার টমেটো কুচি দিয়ে নেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম।

  8. 8

    এবার কিছুক্ষন পর ঢাকা খুলে ভালোকরে নেড়ে দেখলাম সব্জি আর আলু সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলাম।‌

  9. 9

    এবার গরম ভাতের সাথে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today

মন্তব্যগুলি

Similar Recipes