রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

12  - 14 মিনিট
2 সারভিংস
  1. 1 কাপচালের আটা
  2. 1/2 কাপচিনি গুঁড়ো
  3. 1 টেবিল চামচডেসিকেটেড
  4. 2 টেবিল চামচকর্নফ্লাওয়ার
  5. 1 কাপ দুধ
  6. 4 টেবিল চামচসাদা তেল
  7. 10 ফোঁটারোজ
  8. 1 চিমটিহলুদ ফুড কালার
  9. 1 চিমটিঅরেন্জ ফুড কালার
  10. 1 চিমটিসবুজ ফুড কালার
  11. 1 চা চামচসবুজ ইনো (ফ্রুট সল্ট)

রান্নার নির্দেশ সমূহ

12  - 14 মিনিট
  1. 1

    প্রথমে একটা মিক্সিং বোলে চালের আটা, ডেসিকেটেড নারকেল, কর্ন ফ্লাওয়ার আর চিনি গুঁড়ো নিয়ে ভালোকরে মিক্স করতে হবে।

  2. 2

    এবার ওতে 1 কাপ দুধ অল্প অল্প করে মিশিয়ে একটা ব্যটার বানাতে হবে।

  3. 3

    এবার ওতে 4 টেবিল চামচ সাদা তেল মেশাতে হবে। ব্যটার টা কেকের ব্যটার এর থেকে পাতলা হবে।

  4. 4

    এবার ওতে রোজ এসেন্স মেশাতে হবে।

  5. 5

    এবার ব্যটার টা 4 টে বাটিতে সমান ভাগে ভাগ করে নিতে হবে।

  6. 6

    এবার একটা বাটি ছেড়ে দিয়ে বাকি 3 টে বাটির ব্যটারে একটায় সবুজ, একটায় হলুদ আর একটায় অরেন্জ ফুড কালার মেশাতে হবে।

  7. 7

    এবার প্রতিটা বাটির ব্যটারে 1/4 চা চামচ করে ইনো মেশাতে হবে।

  8. 8

    এবার যে মোল্ড এ রাইস বল বানাবো ওতে তেল ব্রাশ করে মোল্ড এর অর্ধেকটা করে ব্যটার ঢেলে একটা স্টিমারে 12 - 14 মিনিট স্টিম করে নিতে হবে।

  9. 9

    এবার গরম গরম পরিবেশন করতে হবে মজাদার রাইস বল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today

মন্তব্যগুলি

Similar Recipes