বেগুন আলু  পোস্ত(begun alu posto recipe in Bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#সর্ষে/ #পোস্তদানা রেসিপি
ঘরের সামান্য জিনিস দিয়ে তৈরি বেগুন আলু পোস্ত খেতে মাছ মাংস কে ও পিছে ফেলে দেবে ।

বেগুন আলু  পোস্ত(begun alu posto recipe in Bengali)

#সর্ষে/ #পোস্তদানা রেসিপি
ঘরের সামান্য জিনিস দিয়ে তৈরি বেগুন আলু পোস্ত খেতে মাছ মাংস কে ও পিছে ফেলে দেবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/ ২ টুকরো বড় বেগুন (লম্বা করে ৪ টুকরো করা)
  2. ২ টো মাঝারি আকারের আলু
  3. ২ টেবিল চামচ পোস্ত বাটা
  4. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১/২ চা চামচ লংকা গুঁড়ো
  6. ১/২ চা চামচ আদা বাটা
  7. ৩-৪ টেবিল চামচ সরিষার তেল
  8. ২ চা চামচ ধনে পাতা কুচি
  9. ১ টা টমেটো
  10. ৩-৪ টা কাঁচা লংকা চেরা
  11. ১/৪ চা চামচ কালো জিরা
  12. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথম আমি সব সামগ্রী গুলো একজায়গায় করে তারপর বেগুন ও আলু তে হলুদ, নুন মাখিয়ে ভেজে নিতে হবে ।

  2. 2

    তারপর বেগুন ও আলু ভাজা তেলের মধ্যে কালো জিরা ফোরন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, আদা, টমেটো দিয়ে ভেজে নিতে হবে ।তারপর হলুদ, কাঁচা লংকা, লংকা গুড়ো দিয়ে দিতে হবে ।

  3. 3

    তারপর দই কে ফেটিয়ে নিয়ে ঢেলে দিতে হবে ও ১ টেবিল চামচ পোস্ত দিয়ে ভালো করেকষিয়ে নিতে হবে ।এবার কষানো হয়ে গেলে ১ কাপের মত জল দিয়ে ওর মধ্যে বেচে থাকা পোস্ত বাটা দিয়ে দিতে হবে ।

  4. 4

    তারপর ১ চা চামচ এর মত সরষের তেল দিয়ে ঢেকে দিতে হবে । ফুটে উঠলে ভেজে রাখা বেগুন ও আলু দিয়ে আরো ১-২ মিনিট রান্না করতে হবে ।তারপর ঝোল গারো হলে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে ।

  5. 5

    তারপর গরম ভাতের সাথে পরিবেশন করুন । সত্যি এক নিমেষে এক থালা ভাত শেষ ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes