গাট্টে কি সবজি (Gatte Ki Sabji)

Meghamala Sengupta
Meghamala Sengupta @cook_15451570

#goldenapron2 #State Rajasthan

গাট্টে কি সবজি (Gatte Ki Sabji)

#goldenapron2 #State Rajasthan

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩ জন
  1. ১ কাপ বেসন।
  2. ১ চিমটি হিং (গাট্টে বানানোর জন্য) ।
  3. ১/২ ছোট চামচ চামচ হলুদ।
  4. ১/২ ছোট চামচ জোয়ান।
  5. ১/২ ছোট চামচ লঙ্কা গুঁড়ো।
  6. নুন স্বাদমতো।
  7. ১ ছোট চামচ ঘি।
  8. ২ ছোট চামচ টকদই।
  9. ১ টা ছোট পেঁয়াজ কুচি।
  10. ১ ছোট চামচ আদা রসুন বাটা।
  11. ১ চিমটি হিং (গ্রেভির জন্য) ।
  12. ১ টা তেজপাতা।
  13. ১ ছোট টুকরো দারচিনি।
  14. ২-৩ টি শুকনো লঙ্কা।
  15. ৩-৪ টি লবঙ্গ।
  16. ২ টি ছোট এলাচ।
  17. ১/২ কাপ টকদই (গ্রেভির জন্য)
  18. ১/২ ছোট চামচ লঙ্কা গুঁড়ো (গ্রেভির জন্য)
  19. ১/২ ছোট চামচ হলুদ (গ্রেভির জন্য)
  20. ১ ছোট চামচ ধনেগুঁড়ো।
  21. ২ বড়ো চামচ রিফাইন্ড তেল।
  22. ধনেপাতা কুচি।

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    একটি বাটিতে বেসন, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জোয়ান, ঘি, এক চিমটি হিং, ২ ছোট চামচ টকদই ও অল্প জল দিয়ে ভালো করে মেখে মন্ড বানিয়ে নিতে হবে।

  2. 2

    এবার ঐ বেসনের মন্ড থেকে ছোট ছোট অংশ নিয়ে হালকা হাতে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এক একটি লেচি নিয়ে হাত দিয়ে রোল করে লম্বা করে নিতে হবে।

  3. 3

    ৩ কাপ জল কড়াইতে বসিয়ে ফুটে উঠলে বেসনের লেচি গুলো ওতে ছেড়ে দিয়ে ফোটাতে হবে।

  4. 4

    ফুটতে ফুটতে লেচি গুলো ওপরে ভেসে উঠলে নামিয়ে জল থেকে তুলে নিয়ে একটি ছুরি দিয়ে গোল গোল টুকরো করে কেটে নিতে হবে।

  5. 5

    কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, হিং ফোড়ন দিতে হবে।

  6. 6

    এরপর এতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। ভাজা হলে আদা রসুন বাটা দিয়ে কষতে হবে।

  7. 7

    এবার এতে টকদই, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনেগুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।

  8. 8

    টুকরো করে রাখা গাট্টে বা বেসনের টুকরো গুলি এতে দিয়ে ১ কাপ জল দিয়ে ফোটাতে হবে।

  9. 9

    ঘন হয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meghamala Sengupta
Meghamala Sengupta @cook_15451570

মন্তব্যগুলি

Similar Recipes