মুসুর ডালের গট্টে কি সব্জী (masoor dalaer gatte ki sabji recipe in Bengali)

Sanghamitra Saha
Sanghamitra Saha @cook_27665692

মুসুর ডালের গট্টে কি সব্জী (masoor dalaer gatte ki sabji recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
৪ জন
  1. ১০০ গ্রাম মুসুর ডাল
  2. ২ টেবিল চামচপেঁয়াজ কুচি
  3. ২ কোয়ারসুন
  4. ১/২"আদা
  5. ১টিকাঁচা লঙ্কা
  6. ১/২ চা চামচজিরা
  7. ১/২ চা চামচজোয়ান
  8. স্বাদ মতনুন
  9. ২ টো তেজপাতা
  10. ১চা চামচজিরে
  11. ২ টোটমেটো.কুচি
  12. ১/২চা চামচধনে
  13. ১ চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  14. ১ টাকাঁচা লঙ্কা
  15. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  16. ১/৪কাপদই
  17. ১ চা চামচময়দা
  18. স্বাদ অনুযায়ীনুন
  19. ২চা চামচঘি
  20. ২ চা চামচধনেপাতা কুচি
  21. ১/৪চা চামচগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    মুসুর ডাল ২ঘন্টা ভিজিয়ে রেখে খুব ভালো করে জল ঝরিয়ে নেবেন।

  2. 2

    জল ঝরানো ডালের সাথে কাঁচা লঙ্কা জিরে পেঁয়াজ আদা রসুন জোয়ান মিক্সিতে ফাইন পেষ্ট করে নুন হিং মিশিয়ে হাতে ঘি লাগিয়ে রোল করে নেবেন।

  3. 3

    গ্যাস জ্বালিয়ে একটি কড়াইতে ১কাপ জল গরম করেএকটি স্টান্ড বসিয়ে একটি পাত্রে মুসুর ডালের রোল রেখে ঢাকা দিয়ে ফুটতে দিন স্লো ফ্লেমে ১০ মিনিট

  4. 4

    মুসুর ডালের রোল ঠান্ডা করে গোল করে চাকু দিয়ে পিস করুন।

  5. 5

    মিক্সিতে টমেটো কাঁচা লঙ্কা ধনে জিরে ১চা চামচ জল দিয়ে পিষে পেস্ট করে নিন।

  6. 6

    গ্যাস জ্বালিয়েকড়াইতে ঘি গরম করে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে টমেটো পেস্ট লংকা গুঁড়ো হলুদ গুঁড়ো ঢেলে কষাতে থাকুন পাশে তেল ভাসা পর্যন্ত।

  7. 7

    দ ই এর সাথে ময়দা ও ৪চা চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে টমেটোর মিশ্রনে ঢেলে দিয়ে একটু কষিয়ে নুনও জল দিয়ে বেশী আঁচে ২মিনিট ফুটিয়ে গাট্টেগুলি দিয়ে স্লো ফ্লেমে ১মিনিট ফুটিয়ে গরম মশলা ও ধনেপাতা দিয়ে নামিয়ে বোলে ঢেলে দিন তুলতুলে মুসুর ডালের গাট্টে কি সবজি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanghamitra Saha
Sanghamitra Saha @cook_27665692

মন্তব্যগুলি

Similar Recipes