গট্টে কি সব্জী (Gatte ki sabji recipe in Bengali)

Mamoni chatterjee
Mamoni chatterjee @cook_23457011

গট্টে কি সব্জী (Gatte ki sabji recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/২কাপ বেসন
  2. ১/২কাপ দই
  3. ১ চা চামচ জোয়ান
  4. ১ চা চামচ মৌরি গুঁড়ো
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  7. ১ চা চামচ ধনে গুঁড়ো
  8. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১/২ কাপ পেঁয়াজ কুচি
  10. ২ চা চামচ রসুন বাটা
  11. ১ চা চামচ জিরা গুঁড়ো
  12. ১ চা চামচ আদা পেসট
  13. ১ চা চামচ লঙ্কা বাটা
  14. ১/২ কাপ টমেটোর কুচি
  15. ১/৪ কাপ তেল
  16. ১ কাপ জল
  17. ১ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আগে বেসনে দই সমেত সমস্ত মশলা ও নুন মিশিয়ে দিতে হবে । জল ছাড়া মেখে ১০মিনিট রেখে দিতে হবে ।

  2. 2

    ছোট ছোট লেচি কেটে হাত দিয়ে মসৃণ রোল করতে হবে ।

  3. 3

    রোল গুলো ফুটন্ত জলে ফেলে দিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তুলে এনে ছুরি দিয়ে পিস কেটে তেলে ভেজে রাখতে হবে ।

  4. 4

    এবার কডাই তে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি ও রসুন কুচি আর টমেটোর কুচি দিয়ে নারতে হবে

  5. 5

    দই য়ে র সাথে সব মশলা মিশিয়ে তার পর ফেটিয়ে সেটা টমেটো পেঁয়াজ কুচি ও শুকনো লঙ্কা র মধ্যে দিয়ে নারতে হবে ।মশলা কড়াই ছাড়তে শুরু করলে তাতে জল দিয়ে ফোটাতে দিতে হবেl

  6. 6

    ভাজা গাট্টা গুলো কারী র মধ্যে দিয়ে ফোটাতে হবে ।কারী খানিক টা কমলে গ্যাস অফ করে পরিবেশ ন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mamoni chatterjee
Mamoni chatterjee @cook_23457011

মন্তব্যগুলি

Similar Recipes