রাজস্থানী গাট্টে কি সব্জী

Susmita Mitra
Susmita Mitra @Mitra_susmita
Konnagar

#GA4
#week12

এই সপ্তাহের ছক থেকে আমি বেসন বেছে নিয়েছি, এবং ঐ উপকরণ দিয়ে রাজস্থানের বিখ্যাত রান্না গাট্টে কি সবজি বানিয়েছি। এটি আপনারা জিরা রাইস অথবা ঘি মাখানো আটার রুটি দিয়ে খেতে পারেন।

রাজস্থানী গাট্টে কি সব্জী

#GA4
#week12

এই সপ্তাহের ছক থেকে আমি বেসন বেছে নিয়েছি, এবং ঐ উপকরণ দিয়ে রাজস্থানের বিখ্যাত রান্না গাট্টে কি সবজি বানিয়েছি। এটি আপনারা জিরা রাইস অথবা ঘি মাখানো আটার রুটি দিয়ে খেতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2 সারভিংস
  1. 1 কাপবেসন
  2. 1 চা চামচগোটা জিরে
  3. 1 চা চামচগোটা জোয়ান
  4. 1 টা মাঝারি পেঁয়াজ
  5. 1"আদা
  6. 6কোয়ারসুন
  7. 2 টেবিল চামচটকদই
  8. স্বাদ মতোনুন
  9. 1 চা চামচহলুদ গুঁড়ো
  10. 1 চা চামচজিরে গুঁড়ো
  11. 1 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  12. 1 চিমটিহিং
  13. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  14. 1 চা চামচকসুরি মেথি
  15. 2 টেবিল চামচঘি
  16. 1 চা চামচধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    একটি পাত্রে বেসন, এক চিমটি নুন, ½ চা চামচ করে হলুদ, জিরে গুঁড়ো আর লংকা গুঁড়ো, জোয়ান, গোটা জিরে, কসৌরি মেথি, এক চিমটি হিং, 1 চা চামচ ঘি, 1 টেবিল চামচ টকদই,একসাথে মেখে শক্ত ডো করে রেখে দিন।

  2. 2

    লেচি কেটে লম্বা শেপে গড়ে ফুটন্ত জলে দিয়ে সেদ্ধ করে নিন।

  3. 3

    ঠান্ডা হলে টুকরো করে কেটে রাখুন।

  4. 4

    পেয়াজ আদা রসুন একসাথে বেটে নিন।

  5. 5

    বাকি ঘি গরম করে হিং, কসৌরি মেথি আর জিরে ফোড়ন দিয়ে একে একে বাটা মশলা, টকদই, বাকি গুঁড়ো মশলা একসাথে কষুন।

  6. 6

    মশলা তেল ছাড়লে কেটে রাখা গাট্টা গুলো দিয়ে অল্প জল দিয়ে ফুটতে দিন।

  7. 7

    গরমমশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Susmita Mitra
Susmita Mitra @Mitra_susmita
Konnagar

Similar Recipes