শুক্তো (sukto recipe in Bengali)

Aparajita Dutta
Aparajita Dutta @cook_9630376
Delhi

#নিরামিষ রেসিপি এটি একটি চিরন্তন বাঙালি রেসিপি যেটা খাবার প্রথম পদ হিসাবে পরিবেশন করা হয়। এটা ক্ষুধাবর্ধক এর কাজ করে।

শুক্তো (sukto recipe in Bengali)

#নিরামিষ রেসিপি এটি একটি চিরন্তন বাঙালি রেসিপি যেটা খাবার প্রথম পদ হিসাবে পরিবেশন করা হয়। এটা ক্ষুধাবর্ধক এর কাজ করে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপমিশ্র সবজি লম্বা লম্বা কাটা
  2. 1 চা চামচআদা বাটা
  3. 1/2 কাপসর্ষে পোস্ত বাটা
  4. 1 চা চামচপাঁচফোড়ন
  5. 1টাতেজপাতা
  6. স্বাদমতোনুন
  7. 1 চা চামচচিনি
  8. স্বাদমতোকাঁচা লঙ্কা
  9. পরিমাণ মতোরান্নার জন্য তেল
  10. পরিমাণ মতোউপরে ছড়ানোর জন্য ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কাঁচকলা, উচ্ছে, আলু, পেঁপে, বেগুন লম্বা লম্বা কেটে নেওয়া হলো।

  2. 2

    এগুলো কে তেলে ভেজে নেওয়া হলো।

  3. 3

    এবার আর একটু তেল গরম করে এতে পাঁচফোড়ন, তেজপাতা, কাঁচালঙ্কা, আদাবাটা ফোড়ন দাওয়া হলো।

  4. 4

    আদা ভাজা ভাজা হলে সবজি, নুন, চিনি, সর্ষে পোস্ত বাটা দিয়ে দেওয়া হলো।

  5. 5

    পরিমাণমতো জল যোগ করা হলো।

  6. 6

    ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করা হলো।

  7. 7

    ঘি ছড়িয়ে গরম ভাত এর সঙ্গে পরিবেশন করা হলো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Aparajita Dutta
Aparajita Dutta @cook_9630376
Delhi

মন্তব্যগুলি

Similar Recipes