ঘরোয়া শুক্ত (gharoa sukto recipe in Bengali)

Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

#Masterclass
যে কোন বাঙালি বাড়িতে ঘরোয়া শুক্তো প্রায়শই রাঁধা হয়। এটি একটি প্রথম পাতে খাওয়ার পদ।

ঘরোয়া শুক্ত (gharoa sukto recipe in Bengali)

#Masterclass
যে কোন বাঙালি বাড়িতে ঘরোয়া শুক্তো প্রায়শই রাঁধা হয়। এটি একটি প্রথম পাতে খাওয়ার পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৪ টি বড়ি
  2. ৩ টি করলা লম্বা করে কাটা
  3. ১ টি মাঝারি বেগুন লম্বা করে কাটা
  4. ১/২ ছোট পেঁপে লম্বা করে কাটা
  5. ১ টি কাঁচকলা লম্বা করে কাটা
  6. ১ টি বড় আলু লম্বা করে কাটা
  7. ১ চা চামচ পাঁচফোড়ন
  8. ১/২ চা চামচ নুন
  9. ১/২ চা চামচ চিনি
  10. ২ চা চামচ সাদা তেল
  11. ২ চা চামচ দুধ
  12. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১ টি তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমেই কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে বড়ি গুলো এবং তারপর করলা গুলোকে খুব কড়া করে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই তেলে তেই কাঁচ কলা,বেগুন, পেঁপে, আলু খুব ভাল করে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এইবার কড়াইতে পাঁচফোড়ন এবং তেজপাতা ফোড়ন দিয়ে;সমস্ত ভেজে রাখা তরিতরকারি গুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একে একে নুন, হলুদ গুঁড়ো এবং সামান্য চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে হবে।তরিতরকারি গুলো সেদ্ধ হয়ে গেলে বেশ কিছুটা ঝোল থাকবে;সেই সময় দুধ টা দিয়ে দিতে হবে এবং তারপর নামিয়ে নিয়ে উপর থেকে শুকনো খোলায় নেড়ে নেওয়া পাঁচফোড়ন গুঁড়ো করে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া শুক্তো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

মন্তব্যগুলি

Similar Recipes