লেমন হানি চিকেন(lemon honey chicken recipe in Bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

লেমন হানি চিকেন(lemon honey chicken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩০০ গ্রামচিকেন
  2. ১ চা চামচলেমন স্কোয়াস
  3. ২ চা চামচলেমন জুস
  4. ৩ চা চামচহানি
  5. ৪ টেকাঁচা লঙ্কা
  6. ১ চা চামচলঙ্কাগুঁড়ো
  7. ১ চা চামচগোলমরিচ গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ীলবন
  9. ১ চা চামচআদা কুচি
  10. ১ চা চামচআদা বাটা
  11. ১ চা চামচরসুন বাটা
  12. ১ চা চামচরসুন কুচি
  13. ৩ চা চামচকর্নফ্লাওয়ার
  14. ১ চা চামচময়দা
  15. ২ কাপসাদা তেল ২
  16. ১ টিপেঁয়াজ কুচি
  17. ১ টিডিম

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাংস ভালো করে ধুয়ে তাতে আদা বাটা,রসুন বাটা,লেমন স্কোয়াশ,লবন,শুকনো লঙ্কা গুড়ো, গোলমরিচ গুড়ো, ডিম আর কর্নফ্লাওয়ার ও ময়দা দিয়ে মাখিয়ে রাখতে হবে ১ ঘন্টা।

  2. 2

    ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে হবে।

  3. 3

    এবার পাত্রে তেল দিয়ে গরম হলে চিকেন গুলো ভেজে তুলে রাখতে হবে।

  4. 4

    এবার ওই প্যানে পেঁয়াজ, আদা,রসুন,আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়তে হবে,।একটু শুকনো লংকা গুড়ো দিয়ে ভালো করে নেড়ে একটু জল বা চিকেন স্টক দিতে পারেন। এবার ওর মধ্যে লেমন জুস ও হানি দিতে হবে।

  5. 5

    এবার একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিতে হবে যাতে একটু ঘন হয়ে যায়, ঝোল করলে করা যায় কিন্তু আমি ড্রাই করবো তাই গ্রেভি ঘন করবো।

  6. 6

    এবার ওর মধ্যে ভেজে রাখা মাংস গুলো দিয়ে একটু নেড়ে নিলেই রেডি লেমন হানি চিকেন।

  7. 7

    এবার গরম গরম পরিবেশন করুন লাছা বা নান বা পরোটার সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soumyashree Roy Chatterjee

মন্তব্যগুলি

Similar Recipes