মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি(macher muro diye badhakopi recipe)

Sukla Biswas
Sukla Biswas @cook_20832297
বিরাটি

#হলুদরেসিপি
#আমারপ্রথমরেসিপি

মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি(macher muro diye badhakopi recipe)

#হলুদরেসিপি
#আমারপ্রথমরেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৪জন
  1. 1 টিবাঁধাকপি
  2. 1টিকাতলা মাছের মাথা
  3. স্বাদ অনুযায়ী নুন
  4. 1টেবিল চামচজিরে গুঁড়ো
  5. 1 চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  6. 1টিপেঁয়াজ
  7. 1টেবিল চামচআদা বাটা
  8. 1টেবিল চামচরসুন বাটা
  9. 2 চা চামচ গোটা জিরে
  10. 2টি শুকনো লঙ্কা
  11. 1 টি তেজপাতা
  12. 1টেবিল চামচ হলুদ গুঁড়ো
  13. প্রয়োজন অনুযায়ীসর্ষে তেল
  14. 1চা চামচ গরম মশলার গুঁড়ো
  15. 1 টেবিল চামচঘি
  16. 1টিটম্যাটো
  17. 3টি আলু
  18. 1 কাপছাড়ানো করাইশুঁটি

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে মাছের মাথা টা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে কড়াইতে তেল গরম করে ভালো করে ভেজে তুলে রাখতে হবে।আলাদা ভাবে আলু গুলো ভেঁজে তুলে রাখতে হবে।বাঁধাকপি একদম কুচি করে কেটে নুন একটু দিয়ে গরম হলে ভাপিয়ে জল ছেঁকে নিতে হবে।

  2. 2

    বাকি তেলে গোটা জিরে,শুকনো লঙ্কা,আর তেজপাতা ফোরণ দিয়ে 1মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি নরম করে ভাজতে হবে।

  3. 3

    তারপর টম্যাটো কুচি আর আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিতে হবে,কাঁচা মশলার গন্ধ চলে গেলে হলুদ গুঁড়ো, নুন,লাল লঙ্কার গুঁড়ো,জিরে গুঁড়ো আর করাইশুঁটি,ভাজা আলু আর মাছের মাথা দিয়ে ভালো করে কষতে হবে।

  4. 4

    আলু আর মাছের মাথা দিয়ে কষতে হবে সব সেদ্ধ হয়ে গেলে আগে ভাপিয়ে রেখে ছিলাম সেই বাঁধাকপি দিয়ে একটু কষিয়ে ঢাকা দিতে হবে।

  5. 5

    সব একদম মিশে গেলে গরম মশলার গুঁড়ো আর ঘিয়ে দিয়ে আবার একটু কষে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sukla Biswas
Sukla Biswas @cook_20832297
বিরাটি

মন্তব্যগুলি

Similar Recipes