এঁচোড়ের কোফতা মশালা (echorer kofta masala recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#goldenapron3

এটি গ্রীষ্মকালীন অতি প্রিয় একটি খাবার, যার উপস্থিতিতে মেনু হয়ে যায় মহাভোজের সমান।আর জিভে লেগে থাকে শুধুই মুগ্ধতা।এর স্বাদের কাছে পাঁঠার মাংসও হার মানে।

এঁচোড়ের কোফতা মশালা (echorer kofta masala recipe in Bengali)

#goldenapron3

এটি গ্রীষ্মকালীন অতি প্রিয় একটি খাবার, যার উপস্থিতিতে মেনু হয়ে যায় মহাভোজের সমান।আর জিভে লেগে থাকে শুধুই মুগ্ধতা।এর স্বাদের কাছে পাঁঠার মাংসও হার মানে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
6জনের
  1. ১কেজিএঁচোর-
  2. ১মুঠো করেকাজু ও কিসমিস
  3. ২টি মাঝারি মাপেরপেঁয়াজ বাটা
  4. ১টেবিল চামচআদা বাটা
  5. ১টেবিল চামচরসুন বাটা
  6. ২টেবিল চামচলাল লঙ্কার গুঁড়ো
  7. ১চা চামচগোলমরিচ গুঁড়ো-
  8. ১/২ কাপ দই ..…একসঙ্গে বাটা
  9. ৭-৮টাকাজু-
  10. ১টেবিল চামচধনে গুঁড়ো
  11. ১টেবিল চামচজিরে গুঁড়ো-
  12. ১টেবিল চামচ ভাজা মশলা (গোটা জিরে, গোটা ধনে ও শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো)
  13. ২চা চামচগরম মশলা গুঁড়ো
  14. ১চা চামচসর্ষে বাটা
  15. হলুদ
  16. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  17. ২-৩টেবিল চামচবেসন
  18. পরিমাণ মতোরান্নার জন্য সাদা তেল
  19. ২টিতেজপাতা
  20. ২টি করে প্রতিটিগোটা গরম মশলা ফোঁড়নের জন্য

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    এঁচোর কেটে-ধুয়ে পরিষ্কার করে নিলাম।তারপর কুকারে সামান্য জল, হলুদ ও নুন দিয়ে সেদ্ধ করে নিলাম।৪টে সিটি দিয়ে গ্যাস নিজে থেকে বেরোনো অবধি অপেক্ষা করছি।তারপর কুকার থেকে বার করে একটা ঝাঁঝরি থালায় রেখে জল ঝরিয়ে নিয়েছি ।

  2. 2

    সামান্য নুন ও হলুদ,১টেবিলচামচ লাল লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা ১টেবিলচামচ, গরম মশলা গুঁড়ো ১চামচ,কাজু-কিসমিস কুচি করে কাটা এক মুঠো,সামান্য চিনি এই সেদ্ধ করা জল ঝরানো এঁচোরের সাথে ভালো করে চটকে মেখে নিয়েছি।এরপর ২টেবিলচামচ বেসন মিশিয়ে সেটাও ভালো করে এর সাথে মেখে নিলাম।প্রয়োজনে আরেকটুও বেসন মেশানো যেতে পারে।তবে খুব বেশি হলে কোফতা টা শক্ত হয়ে যাবে ও শুধুই বেসনের স্বাদ পাওয়া যাবে।তাই খুব বেশি বেসন না হওয়ায় ভালো।

  3. 3

    এবারে এই মাখাটা দিয়ে গড়ে নিলাম কোফতা গুলো।বড় বড় গোল গোল করে আমি বানিয়েছি।

  4. 4

    কড়াই এ বেশ খানিকটা সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি এই কোফতা গুলো।এপিঠ-ওপিঠ করে লাল রঙ ধরলে তুলে নিয়েছি তেল থেকে।

  5. 5

    কড়াই এ সামান্য তেল দিয়ে ২টি তেজপাতা ও সামান্য গোটা গরম মশলা ফোড়ন দিলাম।পেয়াঁজ-বাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম।এবারে আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিলাম মশলাটা যেন এর কাঁচা মশলার গন্ধ না থাকে এমনভাবে।দিয়ে দিলাম এরপর এক এক করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনোলঙ্কার গুঁড়ো, স্বাদ-অনুযায়ী নুন ও হলুদ।মশলাটা একটু ভেজে নিয়েই দিয়ে দিলাম দই ও কাজু বাটা।বাটি ধুয়ে জল দিলাম কষানোর মতো।তেল ছাড়তে শুরু করলে এই মশলাটায় মিশিয়ে দিলাম এক চামচ সর্ষে বাটা। নেড়েনিয়ে কিছুটা জল দিয়ে দিলাম।ঝোল ফুটতে শুরু করলে কোফতা গুলো ছেড়ে দিলাম।

  6. 6

    ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম ৪মিনিট মতো।কোফতা গুলোয় ঝোল ঢুকে ফুলে উঠলেই ঢাকা খুলে একটু গোলমরিচ গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে এই গ্রেভিটা ঘন হতে দিলাম।এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম লো।

  7. 7

    এবারে ১চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে দিলাম।ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট।

  8. 8

    ঢাকা খুললেই তৈরি আমাদের এঁচোড়ের কোফতা মশলা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

মন্তব্যগুলি

Similar Recipes