ধনিয়া কাঁচকলার কোফতা কারি (Dhania kachkolar kofta curry recipe in Bengali)

sandhya Dutta
sandhya Dutta @cook_25627751
Barrackpore

ধনেপাতা খেতেও খুব সুন্দর লাগে আর গন্ধও সুন্ধর হয় | আর কাঁচকলা ও খেতে খুব সুন্দর লাগে| তাই আজ ধনেপাতা দিয়ে বানিয়ে ফেললাম ধনিয়া কাঁচকলার কোফতা কারি

ধনিয়া কাঁচকলার কোফতা কারি (Dhania kachkolar kofta curry recipe in Bengali)

ধনেপাতা খেতেও খুব সুন্দর লাগে আর গন্ধও সুন্ধর হয় | আর কাঁচকলা ও খেতে খুব সুন্দর লাগে| তাই আজ ধনেপাতা দিয়ে বানিয়ে ফেললাম ধনিয়া কাঁচকলার কোফতা কারি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ _২৫ মিনিট
৪ জনের জন্য
  1. ৩ টে কাঁচাকলা
  2. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  3. ১ টেবিল চামচ বেসন
  4. ২টেবিল চামচ রোস্টেড বাদাম
  5. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১/২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  7. ১ চা চামচনুন
  8. ১/২ চা চামচচিনি
  9. ১ টেবিল চামচব্রেডক্রাম্বস / পাউরুটির গুঁড়ো
  10. ১ টাআলু সেদ্ধ
  11. ৭-৮ টা কিসমিস কুচি
  12. ৪টেবিল চামচসর্ষের তেল
  13. গ্রেভি বানানো জন্য
  14. ১ টেবিল চামচআদা বাটা
  15. ১ টেবিল চামচ কাজুবাদাম ভেজে বাটা
  16. ১ টেবিল চামচ মগজ বাটা
  17. ১ টেবিল চামচ টক দই
  18. ১/২ চা চামচ জিরে বাটা
  19. ১ টেবিল চামচ ধনে পাতা বাটা
  20. ২ টো কাঁচা লঙ্কা বাটা
  21. ১/২ চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  22. ১/২ চা চামচগোটা জিরে
  23. ১ টেবিল চামচ ঘি
  24. ১/২ চা চামচ শাহী গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২০ _২৫ মিনিট
  1. 1

    প্রথমে কাঁচকলা অার অালু এক সাথে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে |

  2. 2

    সিদ্ধ অালু কাঁচকলা ভালো করে ম্যাস করে নিয়ে তাতে নুন,চিনি,বেসন,হলুদ গুড়ো,ধনে পাতা বাটা,রোস্টেড বাদাম, ব্রেডক্রাম্র,শুকনো লঙ্কা গুড়ো এক সাথে মেখে গোল গোল কোপ্তা অাকারে তৈরি করে নিতে হবে |

  3. 3

    কড়াইতে সরষের তেল গরম করে কোপ্তা গুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে |

  4. 4

    ওই তেলে ঘি দিয়ে গোটা জিরে ফোরন দিয়ে সমস্ত মশলা দিয়ে নারতে হবে মশলা থেকে তেল ছারলে তার মধ্যে কাজুবাদাম বাটা,মগধ বাটা,টক দই এক সাথে ফেটিয়ে দিতে হবে |

  5. 5

    গ্রেভি ঘন হলে একটু জল দিয়ে ফুটিয়ে তার মধ্যে কোপ্তা গুলো দিয়ে ২ মিনিট রেখে ওপর থেকে ধনে পাতা কুঁচি ঘি গরম মশলা ছরিয়ে গরম গরম ভাত রুটির সাথে পরিবেশন করুন ধনিয়া কাঁচকলা কোপ্তা কারি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
sandhya Dutta
sandhya Dutta @cook_25627751
Barrackpore

Similar Recipes