সজনে ফুলের চচ্চড়ি (sojne fuler chacchari recipe in Bengali)

Aparna Bose
Aparna Bose @cook_20882829

সজনে ফুলের চচ্চড়ি (sojne fuler chacchari recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জন
  1. ২ কাপ সজনে ফুল
  2. ১ টি ছোট সাইজের বেগুন
  3. ১৫০ গ্রাম শিম
  4. ৩ টি মাঝারি আলু
  5. ১/২ কাপ কড়াইশুঁটি
  6. ৮ টি বড়ি
  7. ১/২ চা চামচ গোটা কালো সর্ষে
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  10. ১/২ চা চামচ চিনি
  11. স্বাদমত নুন
  12. প্রয়োজন মত সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    সজনে ফুল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    বেগুন, শিম ও আলু ছোট টুকরো করে কেটে নিতে হবে।

  3. 3

    সর্ষের তেল গরম করে বড়ি ভেজে তুলে রাখতে হবে।

  4. 4

    তারপর ওই তেলেই গোটা কালো সর্ষে ফোড়ন দিয়ে আলু, বেগুন, শিম ও কড়াইশুঁটি দিয়ে একটু ভেজে নিয়ে সজনে ফুল দিতে হবে।

  5. 5

    হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি ও নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে অল্প একটু জল দিয়ে মাঝারি আঁচে রাখতে হবে কিছুক্ষন।

  6. 6

    আলু সেদ্ধ হয়ে গেলে ও জল শুকিয়ে এলে ভেজে রাখা বড়ি দিয়ে হালকা করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Aparna Bose
Aparna Bose @cook_20882829

মন্তব্যগুলি

Similar Recipes