সজনে ফুল চিংড়ি ঘন্ট (Sojne foo chingri ghanto recipe in Bengali)

Rina Das
Rina Das @cook_17348736

#ফেব্রুয়ারি২
সাবেকি রান্না এই সময়ে প্রচুর সজনে ফুল হয়, আগেকার দিনে যে মা, ঠাকুমা রা বলতেন যে সময়ে যে সব্জি এবং ফল পাওয়া যায় সেই সময় সেই সব্জি ফল খেলে কনো ওষুধ লাগেনা, অনেক কঠিন রোগের থেকে মুক্তি পাওয়া যায়।

সজনে ফুল চিংড়ি ঘন্ট (Sojne foo chingri ghanto recipe in Bengali)

#ফেব্রুয়ারি২
সাবেকি রান্না এই সময়ে প্রচুর সজনে ফুল হয়, আগেকার দিনে যে মা, ঠাকুমা রা বলতেন যে সময়ে যে সব্জি এবং ফল পাওয়া যায় সেই সময় সেই সব্জি ফল খেলে কনো ওষুধ লাগেনা, অনেক কঠিন রোগের থেকে মুক্তি পাওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-35 মিনিট
4 জনের জন্য
  1. 500 গ্রামসজনে ফুল
  2. 1 টা ছোট বেগুন🍆
  3. 6-7 টাশিম
  4. 1 টা মাঝারি আলু
  5. 1/2 কাপছাড়ানো চিংড়ি মাছ
  6. স্বাদ মতনুন ও হলুদ
  7. 1/2 চা চামচ চিনি
  8. 1/2 চা চামচপাঁচফোড়ন
  9. 1 টাতেজপাতা
  10. 2টেবিল চামচ তেল
  11. 1 চা চামচআদা বাটা
  12. 2 টোকাঁচালঙ্কা বাটা
  13. 1/2 চা চামচহলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

30-35 মিনিট
  1. 1

    সব্জি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে সোজনে ফুল বেছে সব উপকরণ রেডি করে নিলাম।

  2. 2

    কড়াইতে তেল গরম করে তাতে পাঁচফোড়ন তেজপাতা দিয়ে 1 মিনিট নেড়ে আলু দিয়ে 2 মিনিট নেড়ে শিম দিয়ে 2 মিনিট নেড়ে বেগুন🍆 দিয়ে ভালো করে ভেজে নেবো গ্যাস হাইফ্লেম করে।

  3. 3

    এবার সব্জি ভাজা হয়ে গেছে পরিস্কার করে রাখা চিংড়ি মাছ দিয়ে আরও 2 মিনিট নেড়ে নেবো।

  4. 4

    ভালো করে নাড়াচাড়া করে ভেজে সোজনে ফুল দিয়ে নাড়াচাড়া করে নুন, হলুদ, চিনি, আদাবাটা, কাঁচালঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে প্রয়োজন মতো জল দিয়ে ঢেকে সিদ্ধ করে নেবো।

  5. 5

    সিদ্ধ হয়ে এলে জল শুকিয়ে মাখা মাখা করে নেবো।

  6. 6

    মাখা মাখা হয়ে গেছে গ্যাস ওফ করে গরম ভাতের সাথে পরিবেশ করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rina Das
Rina Das @cook_17348736

Similar Recipes