পিস-পোলাও(কুকারে বানানো) (peas polau recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#দোলউৎসব
খুব প্রিয় ডিশ আমার।ঝটপট কুকারে বানিয়েই খেয়ে নেওয়া যায় এই পোলাও; আর পরিশ্রম! একদমই নেই তাই ভালো লাগাটা আরও বেশি।নিরামিষ যে কোনো খাবারের সাথে, এমনকি মাংসের সঙ্গেও এর স্বাদ তুলনাহীন

পিস-পোলাও(কুকারে বানানো) (peas polau recipe in Bengali)

#দোলউৎসব
খুব প্রিয় ডিশ আমার।ঝটপট কুকারে বানিয়েই খেয়ে নেওয়া যায় এই পোলাও; আর পরিশ্রম! একদমই নেই তাই ভালো লাগাটা আরও বেশি।নিরামিষ যে কোনো খাবারের সাথে, এমনকি মাংসের সঙ্গেও এর স্বাদ তুলনাহীন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০মিনিট
২জনের
  1. ১কাপমটরশুঁটি
  2. ১কাপবাসমতী চাল
  3. ২টেবিল চামচ কাজু
  4. ১চা চামচ ঘি
  5. ১/২চা চামচচিনি
  6. ১/২ চা চামচগোলমরিচ গুঁড়ো
  7. ১ চিমটিগরম-মশলা গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. ১.৫ কাপ গরম জল
  10. গোটা মশলা ফোঁড়নের জন্য:-
  11. ২টিতেজপাতা
  12. ২টি বা ২টুকরো করেএলাচ,লবঙ্গ,দারচিনি
  13. প্রয়োজন অনুযায়ীজয়িত্রী
  14. ২টিস্টার অ্যানিস

রান্নার নির্দেশ সমূহ

১০মিনিট
  1. 1

    প্রথমে চাল পরিষ্কার করে জলে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে।এরপর জল ঝরতে দিতে হবে একটা ছাকুনিতে।কাজুগুলো কেটে দু টুকরো করতে হবে।কুকার বসিয়ে দিতে হবে উনুনে।

  2. 2

    এক চামচ ঘি দিয়ে এক এক করে ফোড়ন দিতে হবে সব মশলাগুলো।এলাচটা শুধু ফাটিয়ে দিতে হবে।এবারে ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে দিতে হবে কাজুগুলো ছেড়ে।এগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েই ছেড়ে দিতে হবে মটরশুঁটি গুলো।এগুলোকেও একটু ভেজে নিতে হবে।তারপর জল ঝরানো চাল এর মধ্যে দিয়ে প্রায় দুই-তিন মিনিট ভেজে নিতে হবে।সবটাই হবে লো-ফ্লেমে।

  3. 3

    চালটা ভাজা হয়ে গেলে দেড় কাপ গরম জল,পরিমাণ মতো নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে দিতে হবে ভালো করে।এরপর এটাকে ফুটে উঠতে দিতে হবে।এমতাবস্থায় গ্যাসের ফ্লেম থাকবে হাই।কুকারের ঢাকনা আটকে দিয়ে দুটো সিটি পড়া অবধি অপেক্ষা করতে হবে।

  4. 4

    সিটি পড়ে গেলে গ্যাস বন্ধ করে দিয়ে কুকারকে নিজে থেকেই ভেতরের বাতাস বার করতে দিতে হবে।যখন কুকারের ঢাকনা আপনা হতেই খুলে যাবে তখন বার করা হবে এই খুব সহজে বানানো অথচ ভীষণ ভালো খেতে এই পিজ-পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

মন্তব্যগুলি

Similar Recipes