এগ পোচ ধোসা (egg poach dosa recipe in Bengali)

Uma Pandit
Uma Pandit @fupi_1975

#goldenapron3
week9 ধোসা খেতে আমরা সকলেই ভালোবাসি , কিন্তু রোজকার বানানো ধোসার মধ্যে যদি একটু অন্য রকম ফিউশন টাচ দেওয়া হয় তাহলে শুধু খেতে সুস্বাদু হবে না মনটাও অনেক প্রফুল্ল হয়ে যাবে ।

এগ পোচ ধোসা (egg poach dosa recipe in Bengali)

#goldenapron3
week9 ধোসা খেতে আমরা সকলেই ভালোবাসি , কিন্তু রোজকার বানানো ধোসার মধ্যে যদি একটু অন্য রকম ফিউশন টাচ দেওয়া হয় তাহলে শুধু খেতে সুস্বাদু হবে না মনটাও অনেক প্রফুল্ল হয়ে যাবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
  1. ১ কাপ ধোসার ব‍্যাটার
  2. ৩ টেবিল চামচ সিচুয়ান সস
  3. ৪ টে ডিম
  4. ২ টেবিল চামচ পিয়াজকুচি
  5. ২ টেবিল চামচ গাজর মিহি করে কোচানো
  6. ২ চা চামচ অলিভ অয়েল
  7. ১ চা চামচ ড্রাই চিলি ফ্লেকস
  8. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. ১ চা চামচ ড্রাই হাব'স

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    প্রথমে আগে থেকে করে রাখা ধোসার ব‍্যাটার টা ভালো করে মিক্স করে নিতে হবে ।

  2. 2

    এবার তাওয়া গরম করে এর মধ্যে ১ চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে ঘুড়িয়ে তার মধ্যে ১১/২ হাতা ধোসার ব‍্যাটার দিয়ে তাওয়াটাকে ভালো করে ঘুরিয়ে ধোসার মত করে ভাজতে হবে ।

  3. 3

    এবার এর মধ্যে সিচুয়ান সস ভালো করে একটি চামচের সাহায্য লাগিয়ে দিতে হবে ।

  4. 4

    তারপর এর মধ্যে গাজরকুচি ও একটি ডিম আস্তে করে ভেঙে দিয়ে ধোসার চারিদিকে মুড়ে দিতে হবে ।

  5. 5

    গ‍্যাস টাকে লো ফ্লেমে রেখে এগ পোচ ধোসা ভাজতে হবে । ভাজা হয়ে গেলে ওপর থেকে গোলমরিচের গুড়ো ও ড্রাই হাব'স ও চিলি ফ্লেকস ছড়িয়ে নামিয়ে নিয়ে নারকেলের চাটনি সাথে এনজয় করতে হবে ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Uma Pandit
Uma Pandit @fupi_1975

মন্তব্যগুলি

Similar Recipes