ডিমের কালিয়া ও লাউ এর খোসা ভাজা (dimer kalia o lau er khosa bhaja recipe in Bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

#লকডাউন রেসিপি

ডিমের কালিয়া ও লাউ এর খোসা ভাজা (dimer kalia o lau er khosa bhaja recipe in Bengali)

#লকডাউন রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩ টিডিম
  2. ১ টিপেঁয়াজ কুচি
  3. ১ টিতেজপাতা
  4. ১টি বড়টমেটো কুচি
  5. ১/২চা চামচআদা বাটা
  6. ১চা চামচরসুন বাটা
  7. ১চা চামচপেঁয়াজ বাটা
  8. ১চা চামচজিরে গুঁড়ো
  9. ১/২চা চামচধনে গুঁড়ো
  10. ১চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  11. স্বাদমতোলবন
  12. পরিমান মতোজল
  13. ১চা চামচহলুদ গুঁড়ো
  14. ১চা চামচকাঁচা লঙ্কা কুচি
  15. ১কাপলাউ এর খোসা
  16. ১/২কাপপেঁয়াজ কুচি
  17. ২চা চামচকাঁচা লঙ্কা কুচি
  18. স্বাদমতোলবন
  19. পরিমান মতোজল
  20. ১/২চা চামচকালো জিরে
  21. ২চা চামচপোস্ত

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ডিম গুলো সিদ্ধ করে নিতে হবে। এবার খোসা ছাড়িয়ে তেলে হলুদ দিয়ে একটু ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    এবার কড়া তে তেল দিয়ে পেঁয়াজ দিতে হবে।একটু লাল হয়ে এলে টমেটো দিয়ে নাড়তে হবে। লবন দিতে হবে।হলুদ ও লংকা গুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে

  3. 3

    এবার সব মশলা গুলো দিয়ে নেড়ে জল দিয়ে মশলা কষিয়ে নিতে হবে।

  4. 4

    এবার ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে মশলা টা ফুটিয়ে ডিম গুলো দিয়ে দিতে হবে।

  5. 5

    ফুটে উঠলে নামিয়ে নিতে হবে।

  6. 6

    লাউ এর খোসা জলে একটু লবন দিয়ে ভাপিয়ে নিতে হবে।

  7. 7

    এবার কড়াই এ কালো জিরে ও কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে হবে।

  8. 8

    এবার লাউ এর খোসা গুলো জল ঝড়িয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ভাজতে হবে।

  9. 9

    ঢাকা দিয়ে দিয়ে করলে ভালো হবে।লবন দিতে হবে।

  10. 10

    ভাজা হয়ে এলে পোস্ত ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soumyashree Roy Chatterjee

Similar Recipes