চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪ জন
  1. ৪০০ গ্রাম বোনলেস্ চিকেন
  2. ২ টি মাঝারি আকারের ক্যাপসিকাম
  3. ২টি বড়ো আকারের পেঁয়াজ
  4. ১/২ টেবিল চামচ আদা রসুন বাটা
  5. ১ টেবিল চামচ আদা রসুন কুচি
  6. ২ টেবিল চামচ কাঁচালঙ্কা কুচি
  7. ৩ টেবিল চামচ ময়দা
  8. ৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  9. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  10. ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  11. ২ টো ডিম
  12. ৬ টেবিল চামচ টমেটো সস
  13. ৪ টেবিল চামচ চিলি সস
  14. ২ টেবিল চামচ সয়া সস
  15. ১ টেবিল চামচ ভিনেগার
  16. স্বাদ অনুযায়ী লবণ
  17. ১ চা চামচ চিনি
  18. ১০০ এম এল তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ক্যাপসিকাম, পিয়াজ, আদা,রসুন,কাঁচালঙ্কা কুচিয়ে নিতে হবে।

  2. 2

    চিকেন ভালো করে ধুয়ে আদা রসুন বাটা, ময়দা ভিনেগার, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে ৩০মিনিট।

  3. 3

    এরপর সবরকম সস,ভিনেগার,গোলমরিচ,স্বাদ অনুযায়ী লবণ আর চিনি টা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখতে হবে।

  4. 4

    ডিম ফেটিয়ে চিকেন এর মধ্যে দিয়ে বাকি ময়দা,কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    চিকেন এর টুকরো গুলো ভালো করে ভেজে তুলে নিয়ে ২ টেবিল চামচ তেল রেখে বাকিটা সরিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর ক্যাপসিকাম,পেঁয়াজ,আদা রসুন কুচি, কাঁচালঙ্কা কুচি সব ভেজে নিয়ে ওর মধ্যে সস মিশ্রণ ত ঢেলে দিতে হবে।

  7. 7

    তারপর পরিমাণ মত জল দিয়ে ফুটে উঠলে ভেজে রাখা চিকেন এর টুকরো গুলো দিয়ে একটু জলে গোলা কর্নফ্লাওয়ার দিয়ে ৩-৪মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি চিলি চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

Similar Recipes