মিনি ফ্রায়েড মুগডাল ইডলি (mini fried idli recipe in Bengali)

Popy Roy
Popy Roy @cook_19785204

#কিডস স্পেশাল রেসিপি

মিনি ফ্রায়েড মুগডাল ইডলি (mini fried idli recipe in Bengali)

#কিডস স্পেশাল রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1.5 কাপ মুগডাল
  2. 1/2 চা চামচসামান্য আদা
  3. 2 টি গোটা কাঁচা লঙ্কা
  4. ৩-৪টি চেরা কাঁচা লঙ্কা
  5. ১/২চা চামচ চাট মশলা
  6. ১/২চা চামচ লন্কা গুঁড়ো
  7. ১/২চা চামচ কালো সর্ষে
  8. প্রয়োজন অনুযায়ী নারকোল কোরা
  9. পরিমাণ মতো কারিপাতা
  10. ১/২চা চামচ বেকিং সোডা
  11. স্বাদমতো লেবুর রস
  12. স্বাদমতো নুন
  13. পরিমাণ মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মুগডাল ২ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে আদা ও গোটা কাচা লন্কা দিয়ে মিক্সিতে ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে।

  2. 2

    একটি কড়াইতে সামান্য পরিমাণ জল গরম করে নিতে হবে। অ্যাপে প্যানের ভিতরে তেল মাখিয়ে রাখতে হবে।ডালের মিশ্রনে বেকিং পাউডার ও লেবুর রস মিশিয়ে নিতে হবে।

  3. 3

    অ্যাপে প্যানে অল্প করে ডালের মিশ্রন দিয়ে কড়াইতে গরম জলে সাবধানে বসিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে ১০মিনিট ঢেকে রাখতে হবে। ঠান্ডা হলে প্যান থেকে তুলে নিতে হবে।

  4. 4

    কড়াইতে ৩-৪টেবিল চামচ তেল গরম করে কারিপাতা, সরষে,কাচা লন্কা চেরা ফোড়ন দিয়ে ইডলি গুলো দিয়ে নেড়ে লন্কা গুঁড়ো, চাট মশলা, নুন দিয়ে ২-৪মিনিট নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    উপরে নারকোল কোরানো ছড়িয়ে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Popy Roy
Popy Roy @cook_19785204

Similar Recipes