পনির দম বিরিয়ানী (paneer dum biryani recipe in Bengali)

Shilpa Taran Ghosh
Shilpa Taran Ghosh @cook_13409824
Kolkata

পনির দম বিরিয়ানী (paneer dum biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40মিনিট
2জন
  1. 1 গ্লাসবাসমতী চাল
  2. 1/2কাপপেঁয়াজ বেরেস্তা
  3. 3টেবিল চাম চপেঁয়াজ কুচি
  4. 1চা চামচআদা বাটা
  5. 1/2 চা চামচ রসুন বাটা
  6. স্বাদ মতোলঙ্কার গুঁড়ো
  7. স্বাদ মতনুন
  8. 4 টেবিল চামচটকদই
  9. 2চা চামচশাহী গরমমশলা
  10. 2টেবিল চামচধনে পাতা কুচি
  11. 2টেবিল চামচপুদিনা পাতা কুচি
  12. 2টেবিল চামচটম্যাটো কুচি
  13. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মসলা,তেজপাতা( ফোঁড়ন দেওয়ার জন্য)
  14. 2টেবিল চামচঘি
  15. 4টেবিল চামচসাদাতেল
  16. 2 চা চামচরোস্টেড কসুরি মেথি
  17. 1/2 কাপ দুধে ভেজানো 1চিমটি কেশর
  18. 200 গ্রামপনির
  19. স্বাদ মতোচিনি
  20. 1চা চামচহলুদ

রান্নার নির্দেশ সমূহ

40মিনিট
  1. 1

    জল ফুটতে দিতে হবে,ফুটে উঠলে তার মধ্যে কিছুটা গোটা গরম্মসলা আর নুন আর সামান্য তেল দিয়ে আরও 5মিনিট ফুটিয়ে

  2. 2

    তার মধ্যে 1ঘন্টা ভেজানো চাল দিয়ে 90%সেদ্ধ করে নামিয়ে জল ঝেড়ে ঠান্ডা করে নিতে হবে।

  3. 3

    নুন,চিনি,হলুদ,লঙ্কারগুঁড়ো,ধনে পাতা,পুদিনা পাতা,কসৌরি মেথি 1চা চামচ করে তার সাথে টকদই,1চা চামচ শাহী গরমমসলা,হলুদ,লংকারগুড়ো পেঁয়াজ বেরেস্তা দিয়ে ম্যারিনেট করে 1ঘন্টা রাখতে হবে।

  4. 4

    এবার একটা কড়াইতে সাদাতেল আর ঘি গরম করে তার মধ্যে গোটা গরম মসলা আর তেজপাতা ফোরণ দিয়ে

  5. 5

    পেঁয়াজকুচি আর স্বাদ মত চিনি দিয়ে অল্প ভেজে

  6. 6

    আদা,রসুন বাটা আর টম্যাটো কুচি দিয়ে স্বাদ মতো নুন দিয়ে অল্প নাড়াচাড়া করে বাদ বাকি যেটুকু কসৌরি মেথি,পুদিনা পাতা,ধনে পাতা আছে সেটা দিয়ে অল্প নাড়া ছাড়া করে শাহী গরমমসলাটা দিয়ে অল্প আঁচে 2 টেবিল চামচ জল দিয়ে নাড়াচাড়া করতে হবে,যতক্ষণ না সব মসলা ভালো করে কসে তেল আলাদা হয়ে আসে এরপর....

  7. 7

    ওর মধ্যে কিছুটা 90%সেদ্ধ চাল দিয়ে ম্যারিনেট করা পনীরগুলো দিয়ে বাদ বাকি সব চালটা দিয়ে উপর থেকে ঘি আর দুধ সহ কেশর ঢেলে দিতে হবে এবার পাত্রের মুখ ভালো করে আটকে

  8. 8

    একটা চাটুর উপর পাত্রটা 30 মিনিট অল্প আঁচে রাখলেই তৈরি পনীর দম বিরিয়ানী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilpa Taran Ghosh
Shilpa Taran Ghosh @cook_13409824
Kolkata
cook not my love it's my passion
আরও পড়ুন

Similar Recipes