রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কাপ মোটা সেদ্ধ চাল
  2. ১ কাপ সবুজ মুগ ডাল
  3. ১/২ চা চামচ মেথি
  4. ১টা পেঁয়াজ
  5. ১ ছোট্ট টুকরো আদা
  6. স্বাদমত নুন
  7. পরিমান মতো তেল
  8. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চাল, ডাল ও মেথি সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে ।

  2. 2

    পরদিন ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিতে হবে ।

  3. 3

    এবার মিক্সিতে জল ঝরানো চাল ডাল এর সাথে পেঁয়াজ কুঁচি, আদা কুঁচি ও অল্প নুন দিতে হবে, হাফ কাপ জল দিয়ে একটা পেস্ট বানাতে হবে । যেন একটু হালকা খিচ খিচ থাকে ।

  4. 4

    এবার তাওয়া গরম করে অল্প সাদা তেল ব্রাশ করে ওপর থেকে জলের ছিটা দিতেই হবে, সাথে সাথে ভেজা কাপড় দিয়ে মুছে নিয়ে ব্যাটার দিতে হবে । হাতা দিয়ে গোলগোল করে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পাতলা করা যায়, ততটা পাতলা করতে হবে । ওপর থেকে তেল ব্রাশ করে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ছেড়ে আসে

  5. 5

    নিচ থেকে ছেড়ে এলেই ভালো করে পুরোটা ছাড়িয়ে দিয়ে একটু বেশি আঁচে ভালো করে ভেজে নিলেই তৈরী ধোসা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Payel Chakraborty
Payel Chakraborty @cook_22979269
রান্না করতে ও সবাইকে খাওয়াতে , সাথে নিজে খেতেও খুব ভালোবাসি । ♥♥♥
আরও পড়ুন

Similar Recipes