আফগানী চিকেন (Afghani chicken recipe in Bengali)

Aparajita Dutta
Aparajita Dutta @cook_9630376
Delhi

#goldenapron3
#কিডস স্পেশাল রেসিপি

আফগানী চিকেন (Afghani chicken recipe in Bengali)

#goldenapron3
#কিডস স্পেশাল রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

3 জন
  1. 500 গ্রামচিকেন হাড়সহ
  2. 1 চা চামচআদা বাটা
  3. 1 চা চামচরসুন বাটা
  4. 1/4 কাপটক দই
  5. 1 চা চামচকাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
  6. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1/4 কাপআমন্ড ভিজিয়ে বেটে নেওয়া
  8. 2 কাপপেঁয়াজ পাতলা কাটা
  9. ভাজা মসলাই(এগুলো সব রোস্ট করে গুঁড়ো করা)
  10. 1 চা চামচধনে
  11. 1 চা চামচগোটা গোলমরিচ
  12. 4 টাতেজপাতা
  13. 1 চা চামচজিরে
  14. 2 টাএলাচ
  15. 1 টা টুকরোদারচিনি
  16. 2 চা চামচকেওড়া জল
  17. 1/4 কাপক্রিম
  18. 5 টেবিল চামচসাদা তেল
  19. 1 চা চামচ (জরুরি নয়)ঘি
  20. 1চা চামচ চিনি
  21. 1/2চা চামচগরম মসলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন ভালো করে ধুয়ে আদা রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, দই ও ভাজা মসলা দিয়ে মারিনেড করা হলো অন্তত 1 ঘন্টা।

  2. 2

    পেঁয়াজ তেল এ একদম বাদামি করে ভেজে নেওয়া হলো। এবার এর মধ্যে চিকেন টা দিয়ে ভালো করে কষানো হতে থাকলো।

  3. 3

    তেল বেরিয়ে আসা অবধি ক্রমাগত কষানো হলো। এবার চিনি দাওয়া হলো।

  4. 4

    এবার বেটে রাখা বাদাম বাটা দিয়ে দেওয়া হলো। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রাখা হলো। মাঝে মাঝে নাড়াতে হবে ।

  5. 5

    চিকেন সম্পূর্ণ সিদ্ধ হলে ঘি, গরম মসলা, ক্রিম ও কেওড়ার জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হোল।

  6. 6

    সুস্বাদু আফগানী চিকেন তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aparajita Dutta
Aparajita Dutta @cook_9630376
Delhi

Similar Recipes