এগ চিকেন চাওমিন(egg chicken chowmin recipe in Bengali)

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )

#কিডস স্পেশাল রেসিপি

এগ চিকেন চাওমিন(egg chicken chowmin recipe in Bengali)

#কিডস স্পেশাল রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 250গ্রামচাওমিন
  2. 300 গ্রামচিকেন
  3. 2টি পেঁয়াজ
  4. 1টিগোটা রসুন
  5. 1ইঞ্চিআদা
  6. 8-9 টি গোটা শুকনো লঙ্কা
  7. 1টিটমেটো
  8. 1টিশসা
  9. 2 চা চামচচিকেন কারি মসলা
  10. প্রয়োজন অনুযায়ী সাদা তেল
  11. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  12. প্রয়োজন অনুযায়ীজল
  13. স্বাদ অনুযায়ী নুন
  14. ২টিএলাচ
  15. ২ টুকরোদারচিনি
  16. ১ টিডিম
  17. ১ চা চামচ জিরে গুঁড়ো
  18. ১ চা চামচ ধনে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াই তে জল গরম করে তাতে নুন ও সাদা তেল দিয়ে চাওমিন গুলী দিতে হবে l সেদ্ধ হলে নিমিয়ে জল ঝরিয়ে নিতে হবে l

  2. 2

    চিকেন গুলি লম্বা করে কেটে নিতে হবে l পেঁয়াজ ও লম্বা করে কেটে নিতে হবে l

  3. 3

    টমেটোর খুশা দিয়ে গোলাপ ফুল বানিয়ে নিতে হবে l আর টমেটোটাকে কুচি করে কেটে নিতে হবে l আদা ও রসুন কুচি করে কেটে নিতে হবে l

  4. 4

    আদা,রসুন ও শুকনালঙ্কার পেস্ট বানিয়ে নিতে হবে l

  5. 5

    এবার কড়াইতে তেল গরম করে এলাচ ও দারচিনি পৌঁড়ন দিয়ে চিকেন ও পেস্ট করা মসলা,নুন,হলুদ,জিরে,ধনে গুঁড়ো ও চিকেন কারি মসলা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মসলা থেকে তেল ছেঁড়ে আসা পর্যন্ত কষাতে হবে l

  6. 6

    এবার অন্ন দিকে আর একটা কড়াই বসিয়ে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ, টমেটো ও আদা,রসুন কুচি দিয়ে ভাজতে হবে l একটু লালচে হলে চিকেন কারি মসলা দিয়ে নাড়তে হবে l

  7. 7

    এবার সেদ্ধ করা চাওমিন গুলী দিয়ে একটু নাড়িয়ে চিকেন কষা দিয়ে মিক্স করে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে l

  8. 8

    ডিম টা অমলেট বানিয়ে শসা পেঁয়াজ ও টমেটো সস্ দিয়ে সাজিয়ে পরিবেশন করুণ l

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )
আমি রান্নাকে খুব ভালোবাসি। খেতে ও খাওয়াতে ও খুব ভালোবাসি ।অনেক ছোট থেকেই রান্নার খুব শখ ছিলো..
আরও পড়ুন

Similar Recipes