চিকেন রসোল্লা (chicken rosolla recipe in Bengali)

Lina Mandal
Lina Mandal @cook_16454668

চিকেন রসোল্লা (chicken rosolla recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2জন।
  1. 10 টুকরোচিকেন
  2. 6 টুকরোকাটা আলু
  3. 1/2 কাপটক দই
  4. 2টিবড় পেঁয়াজ
  5. 4চা চামচ গাওয়া ঘি
  6. 1চা চামচ রসুন বাটা
  7. 1/5 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  8. 2-3টি কাঁচা লঙ্কা
  9. 1চা চামচআদা বাটা
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  12. স্বাদ অনুযায়ীচিনি
  13. 1/8 চা চামচলাল লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন ধুয়ে নুন হলুদ দই কাঁচা লঙ্কা,রসুন,আদা পেস্ট করে পেঁয়াজ কুচিয়ে ঘি,তেজপাতা, লঙ্কা গুড়ো,সব একসঙ্গে মাখিয়ে রাখলাম কিছুক্ষন ।

  2. 2

    আলু কেটে নিলাম। কড়াইয়ে একটু ঘি দিয়ে ভেজে নিলাম। তুলে রাখলাম। এবার কড়াইয়ে চিকেনটা দিয়ে কষিয়ে কষিয়ে কিছুক্ষন পর আলু দিয়ে দিলাম। অল্প আঁচে ধীরে ধীরে রান্না হবে।সেদ্ধ হয়ে এলে নুন,মিষ্টি দেখে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নামিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Lina Mandal
Lina Mandal @cook_16454668

Similar Recipes