চিঁড়ের পোহা (Chirer Poha recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#India2020
স্বাধীনতা দিবস উপলক্ষে বানানো এই মহারাষ্ট্রীয়ান রেসিপিটি সকালের জলখাবার হিসাবে অনবদ্য ৷ যা ছোট বড় সবারই ভাল লাগবে ৷

চিঁড়ের পোহা (Chirer Poha recipe in Bengali)

#India2020
স্বাধীনতা দিবস উপলক্ষে বানানো এই মহারাষ্ট্রীয়ান রেসিপিটি সকালের জলখাবার হিসাবে অনবদ্য ৷ যা ছোট বড় সবারই ভাল লাগবে ৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৩৫ মিনিট
৩ জন
  1. ৩০০ গ্রাম চিঁড়া
  2. ২টি পেঁয়াজ
  3. ১টি ক্যাপ্সিকাম
  4. ১চা চামচ আদা কুচি
  5. ১টি টমেটো
  6. ২টি আলু
  7. ৩-৪ টি কাঁচালংকা
  8. ১চা চামচ গোটা সরষে
  9. ২টি শুকনা লংকা
  10. ১টি লেবুর রস
  11. ৪-৫ চা চামচ সাদা তেল
  12. ৪চা চামচ কারিপাতা
  13. ১টি বড় গাজর গ্রেট করা
  14. ২চা চামচ নারকেল কোরা
  15. ১টি শসা
  16. স্বাদমতনুন
  17. ৫-৬ টি পুদিনা পাতা

রান্নার নির্দেশ সমূহ

৩০-৩৫ মিনিট
  1. 1

    প্রথমে চিঁড়া ধুয়ে জল ঝরিয়ে থালায় ঢেলে শুকিয়ে নিতে হবে

  2. 2

    পেয়াজ লংকা আলু আদা ক্যাপ্সিকাম পছন্দমত কেটে নিতে হবে। সরষে লংকা কারিপাতা সব গুছিয়ে নিতে হবে ৷

  3. 3

    প্যানে সাদা তেল দিয়ে কিছু কারিপাতা ভেজে তুলে রাখতে হবে ৷ সরষে লংকা কারিপাতা তেলে ফোঁডন দিয়ে আলু ছোট করে কেটে ভেজে নিতে হবে ৷ এবার পেয়াজ ও লংকা কুচি দিয়ে নেড়ে প্রয়োজন মত নুন ও সামান্য চিনি দিয়েভেজানো চিড়ে নেডে তিনভাগ করে নিতে হবে ৷

  4. 4

    একভাগ আলু দিয়ে সাদা থাকবে ৷. একভাগ সবুজ ক্যাপ্সিকাম কুচি দিযে নেড়ে নিতে হবে ৷ অন্যভাগ টমেটো কুচি ও গাজর গ্রেটকরা মিশিয়ে কমলা রঙ করতে হবে ৷

  5. 5

    এরপর গ্যাস বন্ধ করে প্লেটে ঢেলে তিন ভাগে সাজিয়ে দিতে হবে ৷ উপরে লেবুর রস ছড়িয়ে দিতে হবে ৷ কমলা ভাগে আরো কিছু গাজর গ্রেট করা ছড়িয়ে ৷ ২য় ভাগ শুধুই আলু পেঁয়াজ এবং উপরে নারকেল কোরা ছডিয়ে মাঝে কারিপাতা ও কাঁচালংকা ১টা কুচি দিযে সাজাতে হবে ৷ ৩য় ভাগে ক্যাপ্সিকাম ও কাঁচা লংকা উপর দিযে ছড়িয়ে দিতে হবে ৷ নীচে কয়েকটা পদিনা পাতা ঘাসের মত দিতে হবে ৷ তৈরী হল জাতীয় পতাকার মত পোহা | পতাকার ডান্ডা হবে শশার ছোট লম্বা সাইজের কুচি দিয়ে ৷ হয়ে গেল জাতীয় পতাকার মত পোহা ৷

  6. 6

    এরপর সুদৃশ্য প্লেটে ঐ তিনভাবে সাজিয়ে গরম গরম সার্ভ করতে হবে পোহা ৷ এটি মহারাষ্ট্রের বিখ্যাত খাবার ৷ ওখানে এর সাথে একটি বাটিতে পেঁয়াজ কুচি নুন লেবুর রস ছড়িযে পরিবেশন করা হয় ৷ বিভিন্ন উপাদান হিসাবে সেখানে পোহার ও নামকরন করা হয় ৷ যথা বাটাটা পোহা, কন্দা পোহা ইত্যাদি ৷ করোনা আবহে স্বাধীনতা দিবসে সবার মন ভাল করতে আমি এই রেসিপিটি বানিয়েছি ৷ তোমরাও করে দেখ বন্ধুরা ভাল লাগবে ৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes