কাঁচা আমের শরবত (kacha aamer sharbot recipe in Bengali)

Soumita Paul
Soumita Paul @tsoumi_paul

কাঁচা আমের শরবত (kacha aamer sharbot recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
৪ জন
  1. ২ টি কাঁচা আম
  2. ২০০ গ্রাম চিনি
  3. ১/২ চা চামচ বিট নুন
  4. ৮-১০ টি বরফের কিউব

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    একটি কুকারে ১/২ কাপ জল দিয়ে আমদুটি ৫ মিনিট সেদ্ধ করে নিতে হবে। এবার আঁচ বন্ধ করে কিছুক্ষন এভাবেই কুকারের ভেতর রেখে দিতে হবে।

  2. 2

    এবার আম গুলি আঁচের উপর ৫ মিনিট রেখে পুড়িয়ে নিতে হবে। বার বার ঘুরিয়ে পুরোটা ভালো করে পোড়াতে হবে।

  3. 3

    এবার ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে।

  4. 4

    একটি পাত্রে খোসা ছাড়ানো আম গুলি রেখে আটি আলাদা করে নিতে হবে এবং খোসার থেকে পুরোটা ভালো করে চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে।

  5. 5

    আগে থেকে ১ গ্লাস জলে পুরো চিনিটা গুলিয়ে রাখতে হবে। এবার ছাড়ানো আমটা ভালো করে স্ম্যাশ করে তার সাথে চিনির জল ও বিটনুন ভালো করে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    এবার এতে আরও ৩ গ্লাস জল দিয়ে কিছুক্ষন ফ্রিজ এ রেখে দিতে হবে।

  7. 7

    বের করে সার্ভিং গ্লাসে ঢেলে ২-৩ টে করে বরফ দিয়ে সার্ভ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumita Paul
Soumita Paul @tsoumi_paul

Similar Recipes