চিকেন ভূনা মশালা (chicken bhuna mashala recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#প্রিয়জন স্পেশাল রেসিপি
বাড়ির সবার খুব প্রিয়

চিকেন ভূনা মশালা (chicken bhuna mashala recipe in Bengali)

#প্রিয়জন স্পেশাল রেসিপি
বাড়ির সবার খুব প্রিয়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
  1. ৫০০ গ্রাম চিকেন
  2. ২ টো মাঝারি পেঁয়াজ
  3. ২ টেবিল চামচ আদা রসুন বাটা
  4. ১/২ কাপ টক দই
  5. ১ টা টমেটো
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ৩ টেবিল চামচসর্ষে তেল
  8. ১ টুকরো দারচিনি
  9. ২ টো এলাচ
  10. ১/২ টেবিল চামচ গোটা ধনে
  11. ১/২ চা চামচ মৌরি
  12. ১ টা তেজপাতা
  13. 2টো শুকনো লংকা
  14. ১/২ চা চামচ কসুরি মেথি
  15. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    প্রথমে চিকেনটা আদা রসুন বাটা আর টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে ৩ ঘন্টার জন্য রেখে দিতে হবে ।

  2. 2

    তারপর ভুনা মশালাটা রেডি করে নিতে হবে । দারচিনি, এলাচ, গোটা ধনে, মৌরি, শুকনো লংকা, তেজপাতা শুকনো কড়াইতে ভেজে নিতে হবে । নামানোর আগে কাসুরি মেথি দিয়ে নেড়ে নামিয়ে ঠান্ডা করে মিহি গুড়ো করে নিতে হবে ।

  3. 3

    তারপর কড়াইতে তেল গরম করে কুচনো পেঁয়াজ দিয়ে কিছু ক্ষণ নাড়তে হবে তারপর চিকেনটা দিয়ে বেশি আঁচে ভাজতে হবে ।

  4. 4

    চিকেনের রং টা পাল্টালে তাতে আদা রসুন বাটা দিয়ে দিয়ে একটু আচঁটা কমিয়ে কষতে হবে ।

  5. 5

    তারপর টমেটো পেষ্ট, নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট রান্না করতে হবে । তারপর তাতে ভুনা মশালা দিয়ে ভালোভাবে মিশিয়ে আরো ৩ মিনিট কম আঁচে রান্না করতে হবে ।

  6. 6

    তারপর অল্প করে গরম জল দিয়ে একটু সময় রান্না করতে হবে ।

  7. 7

    চিকেনটা মাখামাখা হয়ে গেলে নামিয়ে নিতে হবে । গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes