কড়াই পনির মাসালা(Karai paneer masala recipe in Bengali)

Arpita Biswas
Arpita Biswas @cook_23650712

কড়াই পনির মাসালা(Karai paneer masala recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট।
২ জনের জন্য।
  1. 150 গ্রামপনির
  2. ২ চা চামচমিষ্টি দই
  3. ১ চা চামচকাসুরি মেথি
  4. ১ টিবড় পিয়াজ ১/২ কুচি আর ১/২ বাটা
  5. ১ ইঞ্চিআদা , ৫ কোয়া রসুন আর ১/২ কুচি পিয়াজ বাটা।
  6. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  7. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ লাল লংকা গুঁড়ো
  9. ১ চা চামচকাশ্মিরী লংকা গুঁড়ো
  10. ১/২ চা চামচগরম মসলা
  11. ১/২ গন্ধরাজ লেবুর রস
  12. ১টিতেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট।
  1. 1

    কড়াইতে তেল গরম করে তাতে নুন হলুদ মাখিয়ে রাখা পানির গুলো হালকা ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    ওই তেলে ১চামুচ বাটার দিয়ে গরম করে তাতে গোটা জিরা, পিঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে পিঁয়াজ সোনালী হওয়া অবদি ভাঁজতে হবে।

  3. 3

    এরপর তাতে একে একে পিঁয়াজ বাটা, আদা বাটা,রসুন বাটা, জিরা গুঁড়া,লাল লংকা গুঁড়া, কাশ্মিরী লংকা গুঁড়া, নুন, হলুদ,চিনি,কস্তুরী মেথি আর অল্প জল দিয়ে নাড়াচাড়া করতে হবে।

  4. 4

    মসলা কষে আসলে তাতে ফেটান মিষ্টি দই দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দিতে হবে।

  5. 5

    মিশ্রন থেকে তেল ছাড়া শুরু হলে ঢাকা খুলে গরম মসলা দিয়ে তাতে ভেজে রাখা পানির গুলো দিয়ে দিতে হবে।২ মিনিট রান্না করে নামিয়ে তাতে গন্ধরাজ লেবুর রস দিয়ে ২ মিনিট ঢেকে রেখে দিতে হবে।

  6. 6

    এরপর গরম গরম পরিবেশন করুন রুটি, নান বা গরম ভাতের সাথে- কড়াই পানির মাসালা।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Biswas
Arpita Biswas @cook_23650712

Similar Recipes