মুগ ডাল দিয়ে কলমি শাকের ঘন্ট(moong dal diye kolmi shak ghonto recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#প্রিয়জন রেসিপি

মুগ ডাল দিয়ে কলমি শাকের ঘন্ট(moong dal diye kolmi shak ghonto recipe in Bengali)

#প্রিয়জন রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
  1. ১ মুঠোকলমি শাক
  2. ৩ টেবিল চামচ মুগ ডাল
  3. ৩ টেবিল চামচ কাঁচা লংকা
  4. ১ টিঝিঙে
  5. ১ টিআলু
  6. ১ টি টমেটো
  7. ৪-৫ কোয়া রসুন
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচধনে গুঁড়ো
  10. ২ টেবিল চামচ সরষের তেল
  11. ১ টি শুকনো লংকা
  12. স্বাদ অনুযায়ী নুন
  13. 1 চিমটিচিনি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে শাকটা একটু বড়ো বড়ো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে ।সব সবজি গুলো লম্বা লম্বা করে কেটে নিতে হবে

  2. 2

    তারপর মুগ ডালটা শুকনো কড়াইতে ভেজে নিতে হবে ।তারপর ডালটা ধুয়ে অল্প জল দিয়ে গেসে বসাতে হবে ।

  3. 3

    ডালটা ফুটে উঠলে শাকটা বাদে বাকি সব সবজি গুলো দিয়ে দিতে হবে । সাথে একটু নুন, হলুদ আর চেরা কাঁচা লংকা দিয়ে ভালোভাবে মিশিয়ে আচঁটা কমিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিতে হবে ।

  4. 4

    কিছু ক্ষন পর ঢাকা তুলে শাকটা দিয়ে আবারও ঢেকে দিতে হবে ।

  5. 5

    তারপর ঢাকা তুলে সব সবজি আর ডাল সেদ্ধ হয়ে গেলে ধনে গুড়ো আর চিনি দিয়ে নামিয়ে নিতে হবে ।

  6. 6

    তারপর কড়াইতে তেল গরম করে শুকনো লংকা আর রসুন থেঁতো করে ফোড়ন দিয়ে একটু ভেজে শাকটা ঢেলে দিতে হবে ।

  7. 7

    তারপর ভালো করে নেড়ে ২মিনিট রান্না করতে হবে ।তারপর নামিয়ে নিতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes