ডবল লেয়ার ডালপুরী (double layered dal puri recipe in Bengali)

Lina Mandal
Lina Mandal @cook_16454668

#ব্রেকফাস্ট রেসিপি

ডবল লেয়ার ডালপুরী (double layered dal puri recipe in Bengali)

#ব্রেকফাস্ট রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট।
4জন।
  1. 1/2 কাপছোলার ডাল
  2. 150 গ্রামময়দা
  3. 100 গ্রামআটা
  4. 1 কাপবড় কাপ সাদা তেল
  5. 1/2 কাপমটর ডাল
  6. 1 চা চামচমৌরি
  7. 1 চা চামচজিরে
  8. 4টি শুকনো লঙ্কা
  9. 1/3 চা চামচমেথি
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. 1 চিমটিখাবার সোডা

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট।
  1. 1

    জিরে,মৈরি আর শুকনো লঙ্কা,মেথি আলাদা আলাদা ভেজে নিয়ে মিক্সিতে গুড়ো করে নিলাম।

  2. 2

    দুরকম ডাল দুবার আলাদা করে সেদ্ধ করে ঠান্ডা হলে জল ঝরিয়ে নিয়েএকসঙ্গে মিশিয়ে শীল নোরায় পিষে নিলাম। কারন ছোলা সেদ্ধ হতে সময় নেয় একটু। মটর ডাল একটা সিটিতে হয়ে যায়। এবার করায়ে একটু তেল দিয়ে হিঙ্গের গুড়ো দিয়ে ডালের পেস্ট দিয়ে নুন দিয়ে গুড়ো মশলা মেখে নিলাম বেশ টান টান করে।

  3. 3

    এবার আটা আর ময়দাতে নুন একটু খাবার সোডা আর তেলদিয়ে জল দিয়ে বেশ করে মেখে নিলাম।লেই তৈরি করে নিলাম। একটা একসাইজ ছোট একটা একসাইজ বড়।

  4. 4

    দুটো লেই পাতলা করে লুচির মত বেলে বড় লুচির মধ্যে পুর দিয়ে ছোট টি উপরে দিয়ে চারপাশ মুড়িয়ে তেলে ভেজে নিলাম।

  5. 5

    ছোলা আলুর দম ও সস দিয়ে পরিবেশন করলাম টেস্টি ডবল লেয়ার ডাল পুরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Lina Mandal
Lina Mandal @cook_16454668

Similar Recipes