বিট গাজরের তরকারি(beet gajorer torkari recipe in Bengali)

Rupsa Dutta
Rupsa Dutta @cook_20009048

#ব্রেকফাস্ট রেসিপি। #goldenapron3

বিট গাজরের তরকারি(beet gajorer torkari recipe in Bengali)

#ব্রেকফাস্ট রেসিপি। #goldenapron3

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২টিবিট (ছোটো করে কাটা)
  2. ১ টি গাজর (ছোটো করে কাটা)
  3. ১ টা আলু (বড় সাইজের ছোটো করে কাটা)
  4. ১ মুঠোকড়াইশুঁটি
  5. 1/2টমেটো কুচি
  6. স্বাদ অনুযায়ীরাইশুন্ত
  7. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ীচিনি
  9. ১ চিমটেহিং
  10. প্রয়োজন অনুযায়ীপাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করা।
  11. ১চা চামচআদা বাটা
  12. স্বাদ অনুযায়ীলঙ্কা বাটা
  13. ১ চা চামচপাঁচফোড়ন
  14. ২ টি শুকনো লঙ্কা
  15. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    এই রান্নাটা রুটির সাথে খুবই ভালো লাগবে। জলখাবারের তরকারি হিসেবে খুবই ভালো। তো শুরু করা যাক।

  2. 2

    কড়াই গরম হলে সাদা তেল গরম করে পাঁচ ফোরণ, হিং,শুকনো লঙ্কা দিতে হবে দিয়ে তার পর সব সবজি গুলো দিয়ে দিতে হবে।(বিট, গাজর,আলু,টমেটো,কড়াই সুটি)দিয়ে নাড়িয়ে নিয়ে মিডিয়াম আঁচে ৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  3. 3

    তার পর সবজির জল টা শুকিয়ে এলে হলুদ,পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা গুঁড়ো করা মশলাটা,নুন,চিনি দিয়ে আদা বাটা,লঙ্কা বাটা সব কষিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর জল দিয়ে সেদ্ধ করতে হবে সব্জি গুলো । দিয়ে জল টা শুকিয়ে এলে ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন রুটি বা পরোটার সাথে।

  5. 5

    যদি আপনারা চান তাহলে আমার Rabir Dupur er ইউটিউব চ্যানেল এ গিয়ে বিট গাজরের তরকারির রেসিপি টা দেখে নিতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupsa Dutta
Rupsa Dutta @cook_20009048

Similar Recipes