ডিমের কোর্মা (dimer korma recipe in Bengali)

Tanushree Deb
Tanushree Deb @Tanushree_29

#প্রিয় লাঞ্চ রেসিপি

ডিমের কোর্মা (dimer korma recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫ জন
  1. ৫ টিডিম
  2. ২টিপেঁয়াজ বড়
  3. ১ইঞ্চিআদা
  4. ৬ কোয়ারসুন
  5. ২ টেবিল চামচটকদই
  6. ১ টেবিল চামচকাজু বাদাম
  7. স্বাদমতোনুন
  8. ১/২চা চামচগরম মশলা গুঁড়ো
  9. ১/২ চা চামচবাটার / ঘি
  10. স্বাদমতোচিনি
  11. ১ চা চামচ /প্রয়োজন মত মরিচ গুঁড়ো
  12. প্রয়োজনমতোতেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে তারপর একটি মিক্সিং বাটিতে আদা রসুন পেঁয়াজ বেটে নিতে হবে আবার মিক্সিং বাটিটা ভালো করে ধুয়ে টক দই মরিচ কাজুবাদাম ও পেঁয়াজের বেরেস্তা বানিয়ে একসাথে বেটে নিতে হবে। (পিয়াজ কুচি করে কেটে নিয়ে লো ফ্লেমে ভেজে বেরেস্তা তুলে নিতে হবে)

  2. 2

    ঐ ডিম সিদ্ধ মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা ও টকদই কাজুবাদাম মরিচ ও পেঁয়াজের বেরেস্তা একসাথে ডিমের সাথে মেখে 15 মিনিট রেখে দিতে হবে।

  3. 3

    15 মিনিট হয়ে গেলে কড়াইয়ে তেল গরম হলে তাতে এই মিশ্রণটি ঢেলে দিয়ে নুন ও চিনি দিতে হবে এবং কিছুক্ষন কষিয়ে নিতে হবে যখন মসলা থেকে তেল ছেড়ে দেবে তখন গরম মশলা গুঁড়ো ও বাটার ছড়িয়ে নামিয়ে নিতে হবে। উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tanushree Deb
Tanushree Deb @Tanushree_29

Similar Recipes