ডিমের কোরমা (dimer korma recipe in bengali)

Mithu
Mithu @cook_26799819

ডিমের কোরমা (dimer korma recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৬টাসিদ্ধ ডিম
  2. পরিমাণ মতোসাদা তেল
  3. প্রয়োজন মতো (এলাচ, দারচিনি, লবঙ্গ,গোটা গোল মরিচ )(ফোড়ন এর জন্য)
  4. ২ টিতেজপাতা
  5. ১টা বড় সাইজের পেঁয়াজ বাটা
  6. ১টা পেঁয়াজ কুচি
  7. ১চা চামচআদা বাটা
  8. ১চা চামচরসুন বাটা
  9. ১২টা কাজুবাদাম বাটা
  10. ৪ চা চামচটক দই
  11. ৪টে কাঁচা লঙ্কা
  12. ১চা চামচ জিরে গুঁড়ো
  13. ১চা চামচধনে গুঁড়ো
  14. ১চামচ লঙ্কা গুঁড়ো
  15. ১চা চামচহলুদ গুঁড়ো
  16. পরিমাণ মতলবণ
  17. পরিমাণ মতচিনি
  18. পরিমাণ মতদুধ
  19. ১চা চামচ ঘি
  20. পরিমাণ মতগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আমি ৬টা ডিম সিদ্ধ করে ডিম গুলো হালকা করে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে নিয়েছি।

  2. 2

    কড়াই এ তেল গরম করে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোটা গোল মরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ১মিনিট নাড়াচাড়া করে আদা ও রসুন বাটা, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। তারপর কাজুবাদাম বাটা ও টকদই আর পরিমাণ মত চিনি মিশিয়ে দিয়েছি।

  3. 3

    এর পর মশলা থেকে তেল ছাড়লে দুধ দিয়ে দিতে হবে আর ভেজে রাখা ডিম,পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা লঙ্কা দিয়ে ৫ মিনিট ঢেকে দিতে হবে।৫ মিনিট পর ঢাকা খুলে ঘি আর গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিয়েছি।ব্যাস আমার ডিমের কোরমা তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mithu
Mithu @cook_26799819

মন্তব্যগুলি (7)

Similar Recipes