ফ্রেঞ্চ ফ্রাই (French fry recipe in Bengali)

Srimati Mukherjee
Srimati Mukherjee @cook_23431451

#স্ন্যাক্স

ফ্রেঞ্চ ফ্রাই (French fry recipe in Bengali)

#স্ন্যাক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

এক ঘন্টা ।
চার জন।
  1. ২-৩ টি আলু
  2. স্বাদ মতো নুন
  3. ১/২চা চামচ লঙ্কা গুঁড়ো
  4. ১ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  5. ১/২ চা চামচ মরিচ গুঁড়ো
  6. পরিমাণমতো তেল

রান্নার নির্দেশ সমূহ

এক ঘন্টা ।
  1. 1

    প্রথমে আলু লম্বা করে কেটে নিতে হবে ।তারপর কড়াইতে অর্ধেক সেদ্ধ করে নিতে হবে ।তারপর একটা রেকাবিতে একটু ঠানডা করতে হবে ।

  2. 2

    তারপর তাতে স্বাদ মতো নুন ও লঙ্কা গুঁরো ও ১/২চামচ মরিচ গুড়ো ও করন ফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিতে হবে ।

  3. 3

    তারপর কড়াইতে তেল দিতে হবে ।তেল গরম হলে আলুগুলো হালকা করে ভেজে নিতে হবে ।

  4. 4

    ভাজা হলে একটা রেকাবিতে তুলে নিতে হবে ।ওই তেল আরো গরম করতে হবে ।তেল গরম হলে আবার ওই আলু গুলো কড়াইতে দিতে হবে ।

  5. 5

    তারপর লাল করে ভাজতে হবে ।ভাজা হলে রেকাবিতে সস দিয়ে সাজিয়ে নিয়ে পরিবেশন করুন ।

  6. 6

    মনে রাখবেন এটা ডবল ভেজে নিতে হবে এবং কর্ণফ্লাওয়ার দিলে মুচমুচে হবে।

  7. 7

    স্নাক্স রেডি।

  8. 8

    তারপর আপনি একটা রেকাবিতে সস্ দিয়ে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srimati Mukherjee
Srimati Mukherjee @cook_23431451

Similar Recipes