খিচুড়ি (khichuri Recipe in Bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

খিচুড়ি (khichuri Recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২০০ গ্রাম চাল
  2. ১/২ কাপ সবুজ মুগ ডাল
  3. ২ টা মিডিয়াম আকারের টমেটো কুচি
  4. ১/২ কাপ চানা ডাল
  5. ১ বাটি মিক্স সবজি
  6. ২ টা তেজপাতা
  7. ২ টা শুকনো লংকা
  8. ১/২ চা চামচ জিরা
  9. ১ চা চামচ জিরা পাউডার
  10. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ২ চা চামচ আদা বাটা
  12. ১ চা চামচ লংকা গুঁড়ো
  13. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  14. ২ চা চামচ ভাজা মশলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চাল ও ডাল ১/২ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তারপর সব সবজি গুলো ভালো করে ধুয়ে তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে সবজি গুলো ভেজে নিতে হবে ।(এখানে আমি বেগুন, পটল, ফুলকপি, আলু ও বরবটি নিয়েছি আপনারা নিজের ইচ্ছে মত সবজি নিতে পারেন। আর মুগ ডাল টা আমি অল্প সিদ্ধ করে নিয়েছি)

  2. 2

    তারপর কড়াইতে আরো একটু তেল দিয়ে তেল গরম হলে জিরা, তেজপাতা ও শুকনো লংকা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর টমেটো কুচি দিয়ে ভেজে নিতে হবে ।তারপর আদা বাটা দিয়ে আরো একটু মিশিয়ে নিতে হবে ।

  3. 3

    তারপর গুড়ো মশলা গুলো একটু জলে ঘুলে ঢেলে দিতে হবে আর ভালো করে ভেজে নিতে হবে তারপর ওর মধ্যে মুগ ডাল, চানা ডাল ও চাল দিয়ে দিতে হবে ।

  4. 4

    চাল, ডাল মশলার সাথে একটু ভেজে নিয়ে গরম জল ঢেলে দিয়ে, নুন দিয়ে মিশিয়ে মিডিয়াম আঁচে ঢেকে রান্না করতে হবে ।

  5. 5

    ভাত ও ডাল ৮০% হয়ে গেলে ভেজে রাখা সবজি গুলো ঢেলে দিয়ে আরো একটু জল দিয়ে আরো কিছু ক্ষণ রান্না করতে হবে ।সবাই ভালো করে মিশে গেলে মিক্স মশলা গুড়ো ও ঘি দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে ।(এখানে আমি ভাজা মিক্স মশলা টা জিরা, এলাচ, দারুচিনি ও লবঙ্গ সুকনো তাওআ তে ভেজে নিয়ে ঠাণ্ডা করে পাউডার তৈরি করেছি)

  6. 6

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes