মশলাই ধোসা (masala dosa recipe in Bengali)

Sukanya Pramanick
Sukanya Pramanick @cook_19854274

5week meal challenge
#ব্রেকফাস্ট
#goldenapron3
Week 12

মশলাই ধোসা (masala dosa recipe in Bengali)

5week meal challenge
#ব্রেকফাস্ট
#goldenapron3
Week 12

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৩জনের
  1. ২কাপ চাল
  2. ১\২কাপ অড়হর ডাল
  3. ১\২কাপ ছোলার ডাল
  4. ১চা চামচ গোটা মেথি
  5. স্বাদ অনুযায়ী নুন
  6. ৩চা চামচ তেল
  7. ১চা চামচ গোটা সরষে
  8. ১টা ছোট টমেটো কুচি
  9. ১০টা করিপাতা
  10. ১\২চা চামচ আদা কুচি
  11. ২টো কাঁচা লঙ্কার কুচি
  12. ২টো পেঁয়াজ কুচি
  13. ১\২চা চামচ হলুদ গুঁড়ো
  14. ১চা চামচ লাল লঙ্কার গুরো
  15. ৫টা সেদ্ধ করা আলু(টুকরো করা)
  16. ১২টা চিনা বাদাম
  17. ২চা চামচ নারকেল কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে চাল দুই রকমের ডাল আর মেথি ভাল করে ধুয়ে,আর জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখব ।
    তার পর সকালে সব এক সাথে পেস্ট করব।
    তার পর একটা পাত্রে ঢেলে ভাল করে হাত দিয়ে ফেটাব।
    এবার ভাল করে ঢাকা দেব ।আর ৪ঘন্টা রেখে দেব ।
    এবার আলুর পুর বানাব তার জন্য একটা কড়াই বসাব গ্যাস জেলে তাতে তেল দেব ।

  2. 2

    তার পর তাতে গোটা সরষে দেব।এর পর কারিপাতা,কাচা লঙ্কা,আদা কুচি,তার পর পেয়াজ কুচি দেব ।

  3. 3

    এবার অল্প ভাজা হলে টমেটো কুচি আর হলুদ দেব। আবার নারাচারা করে এবার সেদ্ধ আলু দেব ।তার পর লাল লঙ্কার গুরো আন্দাজ মতোন নুন আর চিনি দিয়ে ভাল করে কষব ।কষা হলে শেষে বাদাম আর নারকেল কুচি দেব ।আর গ্যাস বন্ধ করব ।পুর হয়ে গেল ।

  4. 4

    এবার ধোসা বানাবার জন্য ধোসার বেটারটাতে এবার নুন দেব আর ফেটিয়ে নেব।তার ধোসা তাওয়া গ্যাসে বসাব।তাতে হালকা তেল ব্রাস করব।হালকা গরম হলে ওতে জল ছিটে দিয়ে তাওয়া মুছে নেব। এবার ধোসার বেটার দেব ও গোল করে নেব হাতার সাহায্য ।এবার ওপরটা যখন হালকা লাল হবে আর তাওয়া থেকে উঠে আসবে তখন আলুর পুর দিয়ে মুরে নেব ।

  5. 5

    তাহলে হয়ে গেল ধোসা। এবার চাটনি স্মবরের সাথে ব্রেকফাস্টে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sukanya Pramanick
Sukanya Pramanick @cook_19854274

Similar Recipes