মানকচু ভাপা (Mankochu bhapa Racipe in Bengali)

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

#মেগাকিচেন এন্ড রেসিপি কুইন
#আমার প্রিয় রেসিপি ।

মানকচু ভাপা (Mankochu bhapa Racipe in Bengali)

#মেগাকিচেন এন্ড রেসিপি কুইন
#আমার প্রিয় রেসিপি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 মিনিট
6 সারভিংস
  1. 2 কাপমানকচু
  2. 2টেবিল চামচ গুঁড়ো সর্ষে
  3. 1/4 কাপনারকেল
  4. 7টা কাঁচা লঙ্কা
  5. 2টেবিল চামচ সর্ষের তেল
  6. স্বাদ মতোনুন

রান্নার নির্দেশ সমূহ

2 মিনিট
  1. 1

    কচুর খোসা ছাড়িয়ে স্কাবারে ঘোষে নিতে হবে ।

  2. 2

    ছাঁকনি বা পরিষ্কার সাদা কাপড়ে দিয়ে চেপে কচুর রস ফেলে দিতে হবে ।

  3. 3

    মিক্সি তে নারকেল ও কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে হবে ।

  4. 4

    গুঁড়ো সর্ষে 30 মিনিট আগে, গরম জলে সামান্য নুন ও হলুদ দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে ঢেকে রাখতে হবে ।

  5. 5

    নারকেল পেস্টের মধ্যে গুলে রাখা সর্ষের পেস্ট দিয়ে আবারও দুবার মেশিন ঘুরিয়ে নিতে হবে ।

  6. 6

    শেষে রস ঝরানো গ্রেড করা মানকচু দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে ।

  7. 7

    একটা মাইক্রোওয়েভ পাত্রে ঢেলে নিতে হবে ।

  8. 8

    স্বাদ মতো নুন, কাঁচা সর্ষের তেল (প্রয়োজনে সামান্য মিষ্টি) দিয়ে তৈরি করা কচুর পেস্ট চামচ দিয়ে মেখে নিতে হবে ।

  9. 9

    2/3 টে আস্ত কাঁচা লঙ্কা দিতে হবে।

  10. 10

    মাইক্রো ওভেনের মাইক্রোতে প্রথমে 1 মিনিট গরম করে নিতে হবে ।

  11. 11

    পাত্র টা বার করে একটু উল্টে পাল্টে দিয়ে আবারও দেড় মিনিট গরম করলেই তৈরি হয়ে যাবে মানকচুর ভাপা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

Similar Recipes