ইলিশ ভাপা(iIlish bhapa recipe in Bengali)

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

#মাছের রেসিপি
ভাপা খেতে কার না ভালো লাগে। মা কে যে ভাবে বানাতে দেখেছি আমি ও ঠিক সেভাবেই বানায়।আজ সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি।

ইলিশ ভাপা(iIlish bhapa recipe in Bengali)

#মাছের রেসিপি
ভাপা খেতে কার না ভালো লাগে। মা কে যে ভাবে বানাতে দেখেছি আমি ও ঠিক সেভাবেই বানায়।আজ সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪-৫ টুকরো/পরিমান মতোইলিশ মাছ
  2. ২চা চামচকালো সর্ষে
  3. ১/২চা চামচসাদা সর্ষে
  4. ৩-৪টেনারকেল কুচি (ঐচ্ছিক )
  5. ১/৪চা চামচহলুদ গুঁড়ো
  6. স্বাদ মতোনুন
  7. ৭-৮টাকাঁচা লঙ্কা
  8. ৩চা চামচ সর্ষের তেল
  9. পরিমান মতোজল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছ গুলো ধুয়ে নিয়ে নুন হলুদ ও ১চা চামচ সর্ষের তেল মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার একটা মিক্সিং জারে কালো সর্ষে, সাদা সর্ষে, নারকেল কুচি ও -৩-৪টে কাঁচা লঙ্কা,নুন সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে।

  3. 3

    এবার একটা টিফিন বক্সে ঐ পেস্ট টা ঢেলে দিয়ে তাতে হলুদ সামান্য নুন দিয়ে মেখে নিতে হবে।

  4. 4

    এবার মাছ গুলো দিয়ে সর্ষের পেস্ট টা মাখিয়ে নিয়ে উপর থেকে ২-৩চামচ সর্ষের তেল ছড়িয়ে ৩_৪টে কাঁচা লঙ্কা উপড় থেকে দিয়ে ঢাকনা লাগিয়ে দিতে হবে।

  5. 5

    এই অবস্থা তে ৫ মিনিট পর্যন্ত ম্যারিনেট করে করায়ে জল দিয়ে একটা খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে তার উপর টিফিন বক্স টা বসিয়ে ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করলেয় তৈরি ইলিশ ভাপা।

  6. 6

    গরম গরম স্টিম রাইস এর সাথে ভীষণ ভালো লাগে খেতে। আমি উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Similar Recipes